TRENDING:

নজরে সুন্দরবন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন 

Last Updated:

Cyclone Sitrang : প্রয়োজনীয় সব ব্যবস্থা সেরে রাখা হয়েছে। বিশেষ নজর সুন্দরবনের দিকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন :  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন৷ বিশেষ করে সুন্দরবন নিয়ে বিশেষ প্রস্তুতি সেরে রাখা হল। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক  বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছেন সমস্ত আধিকারিকদের সাথে নিয়ে৷
নামখানা, কাকদ্বীপ, সাগরে বিভিন্ন পঞ্চায়েতের তরফে চলছে মাইকিং
নামখানা, কাকদ্বীপ, সাগরে বিভিন্ন পঞ্চায়েতের তরফে চলছে মাইকিং
advertisement

শুধুমাত্র সুন্দরবনের একাধিক ব্লকের জন্য তৈরি আছে ৫ টি কুইক রেসপন্স টিম। প্রতি টিমে ২০ জন করে সিভিল ডিফেন্সের কর্মী থাকবেন। এই সব টিমের কাছে বিপর্যয় মোকাবিলা করার জন্যে যাবতীয় যন্ত্রপাতি থাকবে। এই দল থাকবে সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা ও কুলতলিতে। এই টিমের পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে এস ডি আর এফ ও এন ডি আর এফের সঙ্গে৷ দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি মহকুমা ও ব্লকে থাকবে কন্ট্রোল রুম। সেখান থেকে ক্রমাগত যোগাযোগ রাখা হবে৷

advertisement

আরও পড়ুন :  প্রয়োজনে এয়ারড্রপ, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় বিশেষ নজর নৌ-বাহিনীর

বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিতে আগে থেকে মজুত করা হচ্ছে শুকনো খাবার, ত্রিপল, পানীয় জলের পাউচ। প্রতি ব্লকে ইতিমধ্যেই তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেচ ও বিদ্যুৎ দফতরের কর্মীদের নিয়ে প্রতিনিয়ত বৈঠক করা হয়েছে৷ বেহাল ও দুর্বল নদী বাঁধ এলাকায় সেচ দফতরের বিশেষ দল কড়া নজরদারি চালাবে৷ প্রয়োজনে জরুরি ভিত্তিতে কিছু বাঁধের মেরামত করা হচ্ছে। বিদ্যুৎ দফতরের তরফে আগে থেকেই অতিরিক্ত খুঁটি আনিয়ে রাখা হয়েছে৷ এছাড়া কথা বলা হয়েছে বিভিন্ন টেলিকম সংস্থার সঙ্গে৷ তাদের মাধ্যমে মোবাইল টাওয়ারে জেনারেটর রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে বিপর্যয় ঘটলে, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর ব্যবহার করা যায়।

advertisement

আরও পড়ুন : উপকরণ পাটকাঠি থেকে তালপাতা, কালীপুজোর মণ্ডপে এ বার আদিবাসীদের গ্রাম

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন সূত্রে খবর, সকলের সঙ্গে বৈঠক করে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কন্ট্রোল রুম ২৪ ঘণ্টাই খোলা থাকবে। প্রতিটি ফ্লাড সেন্টার, স্কুল পরিস্কার, পরিচ্ছন করে রাখা আছে। উপকূল এলাকায় কড়া নজরদারি চলছে। প্রয়োজন হলে সবাইকে দূরবর্তী স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এখন থেকেই নামখানা, কাকদ্বীপ, সাগরে বিভিন্ন পঞ্চায়েতের তরফে চলছে মাইকিং। বিভিন্ন জায়গায় পুলিশ মাইকিং করছে। ঘূর্ণিঝড়ের সময়ে জেলাশাসক কাকদ্বীপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নজরে সুন্দরবন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল