TRENDING:

Bike Accident: শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাক পড়ল যমের! বাইক নিয়ে সোজা লরিতে ধাক্কা, অকালে গেল যুবকের প্রাণ

Last Updated:

South 24 Parganas News: দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরের ধাক্কা মারল বাইক। শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন বাইক আরোহ। বৃহস্পতিবার রাতে ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে ঘটল দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরের ধাক্কা মারল বাইক। শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন বাইক আরোহ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা।
ক্যানিং মহকুমা হাসপাতাল
ক্যানিং মহকুমা হাসপাতাল
advertisement

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই বাইক। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এরপরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাও প্রাণে বাঁচানো যায়নি যুবককে। চিত্তরঞ্জনের পথেই মারা যান তিনি।

advertisement

আরও পড়ুনঃ স্বাধীনতার আগে তৈরি খাগদা অনাথ আশ্রম! জরাজীর্ণ ভবনে হাসি মুখে ৩৮ অনাথ শিশুর জীবনযাপন, চোখে দিন বদলের আশা

নিহত যুবকের নাম গোপাল নস্কর। বয়স ১৭। এদিন রাতে গোপাল রামধারী থেকে ক্যানিং থানার বাহির সোনা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলেগাছি মোড় পার হয়েই একটি লরি দাঁড়িয়েছিল বলে জানা যাচ্ছে। সেই লরির পিছনেই ধাক্কা মারে গোপাল। তাকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজন। ক্যানিং হাসপাতাল থেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তায় যাওয়ার পথে গোপাল নস্করের মৃত্যু হয় বলে জানায় পরিবারের লোকজন।

advertisement

আরও পড়ুনঃ গানেই মেলে দৃষ্টি! চলে ৬ জনের সংসার, অন্ধ তরণীর জীবনযুদ্ধ চোখে জল আনবে আপনার

সেরা ভিডিও

আরও দেখুন
গানের সুরে তিনি 'সমাজের ডাক্তার', বাউলে মিলছে সমাজ বদলের অক্সিজেন
আরও দেখুন

এরপর যুবককে ফের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকারা মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাক পড়ল যমের! বাইক নিয়ে সোজা লরিতে ধাক্কা, অকালে গেল যুবকের প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল