স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই বাইক। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এরপরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাও প্রাণে বাঁচানো যায়নি যুবককে। চিত্তরঞ্জনের পথেই মারা যান তিনি।
advertisement
নিহত যুবকের নাম গোপাল নস্কর। বয়স ১৭। এদিন রাতে গোপাল রামধারী থেকে ক্যানিং থানার বাহির সোনা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলেগাছি মোড় পার হয়েই একটি লরি দাঁড়িয়েছিল বলে জানা যাচ্ছে। সেই লরির পিছনেই ধাক্কা মারে গোপাল। তাকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজন। ক্যানিং হাসপাতাল থেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তায় যাওয়ার পথে গোপাল নস্করের মৃত্যু হয় বলে জানায় পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ গানেই মেলে দৃষ্টি! চলে ৬ জনের সংসার, অন্ধ তরণীর জীবনযুদ্ধ চোখে জল আনবে আপনার
এরপর যুবককে ফের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকারা মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার এলাকায় নেমে আসে শোকের ছায়া।
