কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তৎকালীন সময়ে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারের দুর্নীতির তদন্তের জন্য এদিন সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় ডেকে পাঠানো হয় সাক্ষ্য দেওয়ার জন্য।
আরও পড়ুন: বইবে প্রবল ঝোড়ো হাওয়া, আঁধি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে, রাজ্যে, রইল আপডেট
সূত্রের খবর, কাঁথি পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন সৌমেন্দু অধিকারী, তখন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সাংসদ কোটার টাকায় কাজের বরাদ্দ দেওয়া হয় ঠিকাদার নারায়ণ গিরিকে।
advertisement
আরও পড়ুন: জেরায় বাঙালি অফিসারের পর আদালতেও অনুব্রতর 'বং-কানেকশন'! আজ কেষ্টর সওয়ালেও বিরাট চমক!
সেই কাজ সঠিক ভাবে হয়নি ও কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কাঁথি পৌরসভা এলাকার বাসিন্দা শেখ কুদ্দুস। সেই অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতির মামলা শুরু হয়। এই নিয়ে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীকে প্রায় ৮ বার ডাক পড়ল বিভিন্ন মামলায়। এদিনের হাজিরা (১৬০)নোটিশের ভিত্তিতে সাক্ষী হিসাবেই ডাকা হয়।