TRENDING:

Saumen Mahapatra son controversy: ছেলের নাম জড়িয়ে 'কুৎসা' ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন

Last Updated:

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কোনও প্রভাবশালীকে আড়াল করার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: আর জি কর কাণ্ডে জড়িত তৃণমূলের এক প্রভাবশালী নেতার ছেলে৷ গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে এমনই দাবি ছড়িয়ে পড়েছে৷ এবার যাঁর চিকিৎসক পুত্রকে ঘিরে এই অভিযোগ ঘুরছে, তৃণমূলের সেই বর্ষীয়ান বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বিষয়টি নিয়ে মুখ খুললেন৷
সাংবাদিক বৈঠকের মাঝেই কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷
সাংবাদিক বৈঠকের মাঝেই কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷
advertisement

এই ঘটনার সঙ্গে্ তাঁর ছেলে জড়িত নয় বলে দাবি করার পাশাপাশি সরাসরি নিজেদের দলেরই নেতাদের একাংশের বিরুদ্ধে তাঁদের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ তুলেছেন সৌমেন বাবু এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র৷ আর জি করের এই নৃশংস ঘটনার সঙ্গে তাঁর ছেলের নাম জড়িয়ে কুৎসা ছড়ানোর অভিযোগ করতে গিয়ে এ দিন কেঁদেও ফেলেন তৃণূল বিধায়ক৷

advertisement

ঘটনাচক্রে সৌমেনবাবুর ছেলে নিজেও চিকিৎসক৷ গত কয়েকদিন ধরেই আর জি কর কাণ্ডে সন্দেহভাজন বলে দাবি করে এক যুবকের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ওই যুবককে পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে বলেও দাবি করা হয়৷ বেশ কয়েক দিন ধরে সমাজমাধ্যমে এই প্রচার চলার পর এ দিন মুখ খোলেন তৃণমূলের এই বর্ষীয়ান বিধায়ক৷ সৌমেন মহাপাত্র বলেন, ‘কয়েকদিন ধরে আমার কাছে ফোন আসছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি আমার ছেলেকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমারই দলের কয়েকজন। আগে জানতাম কাক, কাকের মাংস খেত না। এখন দেখছি কাক, কাকের মাংসই খায়। আমি পুলিশ প্রশাসন কাউকে জানাব না। আমি তো জনগণের ভোটে নির্বাচিত, জনগণ যদি চায় আমাকে পিটিয়ে মেরে দেবে। আমি পুলিশ কিংবা দলনেত্রীর দ্বারস্থ হব না, দল যেটা নির্দেশ দেবে বা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। তবে এই ঘটনার সঙ্গে আমার ছেলে জড়িত নয়। আমি খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’

advertisement

আরও পড়ুন: আউডডোর, চেম্বারে রোগী না দেখার ডাক! বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা

সৌমেন বাবুর স্ত্রী অর্থাৎ পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমনা মহাপাত্র বলেন, ‘আমার ছেলের নামে যেভাবে কালিমালিপ্ত করার জন্য এক প্রকার আমার দলেরই কয়েকজন আদা জল খেয়ে পড়ে রয়েছে, এতে আমরা ব্যথিত। আর জি কর কাণ্ডে যদি আমার ছেলে জড়িত থাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছেলেকে তুলে দেব পুলিশের হাতে। দলের উপর এখনও আস্থা রয়েছে দলের নীতির উপর এখন আস্থা রয়েছে সে দিকে তাকিয়ে রয়েছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কোনও প্রভাবশালীকে আড়াল করার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে৷ এই সূত্রেই জড়িয়ে যায় বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলের নাম৷ এ দিনই সিবিআই-কে আর জি কর মামলার তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumen Mahapatra son controversy: ছেলের নাম জড়িয়ে 'কুৎসা' ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল