আরও পড়ুন- বহুদিন শারীরিক সম্পর্কে নেই? বিকল হতে পারে আপনার ‘হার্ট’…! শরীরে কী হচ্ছে জেনে নিন
তাঁরা নমুনা সংগ্রহ করে জানিয়েছেন খনিজ কোনও পদার্থ নয়। যদিও সদ্য ওই বাড়িতে নমুনা সংগ্রহ করেছেন ONGC, কয়েকজন আধিকারিক নমুনা ল্যাবে টেস্ট করার পরেই জানা যাবে আসল কারণ।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তারা প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তারা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তারা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়।
advertisement
আরও পড়ুন- পুরুষরা বার্ধক্যকে ‘বাই’ বলুন, এটা ৭ দিন খেলেই শিরায় শিরায় টগবগ করবে যৌবন! এবার খেল শুরু!
আরও পড়ুন- ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি…! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য আজ বাড়িতে আসেন। ঘটনাস্থলে রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরসভার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সুমন সাহা