ঘাসিয়াড়া সংলগ্ন এলাকায় সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ত দফতরের একটি নির্দিষ্ট জায়গায় আপাতত এই সব পরিত্যক্ত গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে। ফ্লাইওভারকে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
advertisement
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র এই কাজের সূচনা করেন। তিনি জানান, এই এলাকার যানজট কমাতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ফ্লাইওভারকে যানজটমুক্ত রাখাই মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক ও কাউন্সিলর সন্দীপ নস্কর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক লাভলী মৈত্র আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো ফ্লাইওভার পরিত্যক্ত গাড়িমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনের বেলায় যানজট কমানোর জন্য মূলত রাতের দিকেই এই কাজ করা হবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।






