Beautiful Road: মেদিনীপুরের বুকে বিদেশের মতো সুন্দর রাস্তা! ১৩ কিলোমিটার জুড়ে নেই কোনও বাঁক, দু'ধারের প্রাকৃতিক সৌন্দর্য ভরিয়ে দেয় মন
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Beautiful Road: সোজা পথ, দু’পাশে সবুজ গাছপালা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে যেন কল্পনার স্বর্গ। রাস্তার এক পাশে খাল, সেখানে জেলেদের কর্মব্যস্ততা। অন্য পাশে বিস্তীর্ণ সর্ষের ক্ষেত।
ভগবানপুর, মদন মাইতিঃ সাধারণত রাস্তা নির্মাণের সময় চেষ্টা করা হয় যাতে খুব বেশি বাঁক না থাকে। তবে একেবারে বাঁকহীন রাস্তা খুবই বিরল। তবে জানেন কি পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামীণ সড়ক এই দিক থেকে ব্যতিক্রম। এই রাস্তায় টানা ১৩ কিলোমিটার জুড়ে কোনও বাঁক নেই। সোজা রেখার মতো এই রাস্তা দিয়ে যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কাও অনেক কম। শুধু নিশ্চিন্ত যাতায়াত নয়, প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তার আরেক বড় আকর্ষণ। রাস্তার এক পাশে রয়েছে খালপাড়। সেখানে দেখা যায় জেলেদের মাছ ধরার দৃশ্য। অন্য পাশে চোখ জুড়ানো সর্ষের ক্ষেত। হলুদ রঙের ফুলে ভরে ওঠে চারিদিক। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাতায়াতে অনেকের মনেই ভেসে ওঠে কালজয়ী গান ‘এই পথ যদি না শেষ হয়’!
এই ব্যতিক্রমী রাস্তাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ও ভগবানপুরকে সংযোগ করেছে। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের খেজুরগেছিয়া থেকে পাঁউশি পর্যন্ত মোট রাস্তার দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। তার মধ্যে ১৩ কিলোমিটার একেবারেই সোজা। কোনও বাঁক নেই। এই দীর্ঘ সোজা রাস্তায় চলতে গেলে বারবার ব্রেকে পা দিতে হয় না। স্বচ্ছন্দে যানবাহন চলে। এই রাস্তায় যানজটও খুব কম দেখা যায়। ফলে অল্প সময়েই গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়। পথে পড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। এর মধ্যে রয়েছে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিস, বড়উদয়পুর, কালিবাজার, সিঁয়ারি বাজার এবং অনলবেড়িয়া।
advertisement
আরও পড়ুনঃ রোজকার যানজট থেকে মুক্তি! সোনারপুর ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি, নিত্যযাত্রী-স্থানীয়দের সমস্যার সমাধান
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পথচারী থেকে শুরু করে বাইক ও চারচাকার চালকরাও এই রাস্তা ব্যবহার করেন। মলয় বেরা নামে এক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তায় যেতে এক আলাদা একটা ভাললাগা কাজ করে। দীর্ঘ সোজা পথে গাড়ি চালাতে কোনও চাপ থাকে না। চারপাশের প্রকৃতি মনকে শান্ত করে দেয়। খালের ধারে জেলেদের মাছ ধরা দেখতে ভাললাগে। আবার সর্ষের ক্ষেতে বাতাস লাগলে অন্যরকম অনুভূতি হয়। অন্য অনেক রাস্তার তুলনায় এই রাস্তায় যাতায়াত অনেক বেশি স্বস্তির।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তমলূক পূর্ত দফতরের অধীনেই এই রাস্তা নির্মাণ করা হয়েছে। অনেকেই এই রাস্তার সঙ্গে স্বর্গের তুলনা করেন। সোজা পথ, দু’পাশে সবুজ গাছপালা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে যেন কল্পনার স্বর্গ। রাস্তার এক পাশে খাল, সেখানে জেলেদের কর্মব্যস্ততা। অন্য পাশে বিস্তীর্ণ সর্ষের ক্ষেত। এই সব মিলিয়েই এই রাস্তা এখন শুধু যাতায়াতের পথ নয়। অনেকের কাছে এটি হয়ে উঠেছে এক নতুন অভিজ্ঞতার পথ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 24, 2025 2:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Beautiful Road: মেদিনীপুরের বুকে বিদেশের মতো সুন্দর রাস্তা! ১৩ কিলোমিটার জুড়ে নেই কোনও বাঁক, দু'ধারের প্রাকৃতিক সৌন্দর্য ভরিয়ে দেয় মন









