আরও পড়ুন: মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ, অভিযুক্ত প্রেমিক
নদিয়ার হাঁসখালির হরিণডাঙার বাসিন্দা এলোকেশী খাঁর বয়স এখন আশির কোঠায়। স্বামী মারা গিয়েছেন তিরিশ বছর আগে। বৃদ্ধার দুই েময়েরই বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে মিনা বিশ্বাসই মা'কে দেখাশোনা করেন। বৃদ্ধার অভিযোগ, মিনাকে তিনি সম্পত্তি লিখে দিতে পারেন এই আশঙ্কায় ভোগেন বড় মেয়ে রিনা চৌধুরী।
advertisement
আরও পড়ুন: কাল থেকে কলকাতায় কমবে বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ
২৪ জুলাই বাড়িতে একা ছিলেন বৃদ্ধা। বড় মেয়ে রিনা ও নাতবউ নীলিমা বৃদ্ধার গলা টিপে ধরে মারধর করে। এরপর জোর করে সাদা কাগজে আঙুলের ছাপ নিয়ে নেয়।
বৃদ্ধার আরও অভিযোগ, হাঁসখালি থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। তিরিশে জুলাই রানাঘাট মহকুমা আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাতবউ নীলিমা চৌধুরী।
আরও পড়ুন: শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল
ঘটনার জেরে নিজের বাড়িতেই থাকতে ভয় পাচ্ছেন আশি বছরের বৃদ্ধা। ফের মারবে না তো নিজের মেয়ে? আপাতত আত্মীয়ের বাড়িতে মাথা গুঁজেছে বার্ধক্য।