TRENDING:

বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরের বাসিন্দা আম্বিয়া বিবি একাই থাকতেন বাড়িতে। তার ৩ ছেলে আলাদা থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ড হারবার: ছেলের হাতে খুন হল মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরে। মৃত মহিলা আম্বিয়া বিবি(৬৫)। অভিযুক্ত মেজো ছেলে জাহির উদ্দিন শাহ পলাতক।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরের বাসিন্দা আম্বিয়া বিবি একাই থাকতেন বাড়িতে। তার ৩ ছেলে আলাদা থাকে। গত শনিবার আম্বিয়া বিবির সঙ্গে মেজো ছেলে জাহির উদ্দিন শাহর স্ত্রীর পারিবারিক কারণে অশান্তি হয়। এরপরই মেজো ছেলে জাহির শাহ বাড়ি ফিরে স্ত্রীর কথা শুনে মা-এর উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি বটির বাঁট দিয়ে মা আম্বিয়া বিবির মাথায় আঘাত করে। নিমেষে মাটিতে লুটিয়ে পড়ে আম্বিয়া বিবি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন। অন্যদিকে সোমবার রাতে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যু হয় আম্বিয়া বিবির। আর এই খবর গ্রামে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

advertisement

আরও পড়ুন: জেলের কুঠুরিতেও 'রাজনীতি' থেকে দূরে নন পার্থ, বইয়ের পাতায় 'সুখ' খুঁজছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

নিহত বৃদ্ধার মেয়ে মাসুদা বিবির অভিযোগ, জায়গা জমি নিয়ে প্রায় সময়ই মায়ের সঙ্গে অশান্তি করত অভিযুক্ত ভাই জাহির শাহ। গত শনিবারও একই কারণে আম্বিয়া বিবিকে বটির বাঁট দিয়ে মাথায় আঘাত করে। যার জেরে মৃত্যু হয়েছে আম্বিয়া বিবির। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জাহির শাহ।

advertisement

আরও পড়ুন: পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে

অবশ্য এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মৃত মহিলার ছেলেরা পুলিশকে জানায়, তাদের মায়ের মাথায় গাছের ডাল পড়ে আহত হয়েছেন। তবে মৃত মহিলার মেয়ের দাবি, তার মা-কে মেজো ভাই জাহির শাহ খুন করেছে।

অন্যদিকে ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান মৃত মহিলার মেয়ে মাসুদা বিবি।

advertisement

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল