স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা বারোটা নাগাদ শ্বশুরবাড়ি থেকে শ্যালকের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের ভাগীরথী নদীতে স্নান করতে যান জামাই। শ্যালকের সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে গিয়ে গভীর জলে নামেন জামাই। শিশুটিকে কোনরকমে কাঁধে তুলতে পারলেও ভাগীরথীর স্রোতে ভেসে চলে যায় জামাই-সহ সাত বছরের শিশু।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, মৃত্যু একরত্তির
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথীতে তলিয়ে গেলেন জামাই
পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাইয়ের নাম ইসরাইল শেখ (২২), বাড়ি সামশেরগঞ্জের মালঞ্চা গ্রামে। শিশুটির নাম মেরাজ শেখ বয়স ৭ বছর। বাড়ি সুতির বাজিতপুর গ্রামে। পিসেমশাইয়ের সঙ্গে সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। তাদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ওই নদীতে খাল বেশি ছিল। সাত বছরের ছেলেকে তলিয়ে যেতে দেখে তার বাবা ছুটে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই অঘটনা। পুলিশকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনায় কান্নার রোল পরিবারে।






