ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতি বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে এনে মেশিনের সাহায্য নিষ্কাশন করা হবে এবং তা থেকে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এদিন বিডিও মনোজিত বসু বলেন, জয়নগর দুই নং ব্লকের ফুটিগোদা পঞ্চায়েত দিয়ে এই কাজের সূচনা হল। এর পরে মনিরতট ও চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হবে।
advertisement
গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য মূলত জৈব এবং জৈব-পচনশীল। বর্তমানে, জৈব-পচনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপলব্ধ প্রযুক্তি হল কম্পোস্টিং এবং ভার্মিকম্পোস্টিং। কম্পোস্টিং একটি ঝামেলামুক্ত সহজ কৌশল যেখানে উদ্ভিজ্জ বর্জ্য, বাগানের বর্জ্য, কৃষি বর্জ্য এবং গবাদি পশুর গোবর থেকে অপরিশোধিত সার তৈরি করা যায়। অন্যদিকে ভার্মিকম্পোস্টিং জৈব উপাদান ভেঙে ফেলার জন্য বিভিন্ন প্রজাতির কীট ব্যবহার করে, পুষ্টি সমৃদ্ধ উচ্চমানের কম্পোস্ট তৈরি করে। এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শৌচাগারের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। সংগ্রহ করার জন্য দুটি গাড়ি থাকবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এখন পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। সফলতা মিললে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি এরূপ প্রকল্প গড়ে তোলা হবে। এখানে বেশ কয়েকজন বেকার যুবক যুবতির কর্মসংস্থানও হবে। এই আর্থিক বর্ষে প্রকল্পটির উদ্বোধন করা হবে। তাই জোর কদমে চলছে এখন এই প্রকল্পটির কাজ।
সুমন সাহা