TRENDING:

ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে পাশবিক অত্যাচার! হাসপাতালে সোদপুরের যুবতী

Last Updated:

সোদপুরের নন্দিনী রাওকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে হাওড়ায় নিয়ে গিয়ে অত্যাচার করা হয়। অভিযুক্ত আরিয়ান খান ও তার মা স্বেতা খান। বর্তমানে নন্দিনী সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, সোদপুর: ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে এক সোদপুরের যুবতীকে নারকীয় অত্যাচার করার অভিযোগ উঠল হাওড়ার এক পরিবারের বিরুদ্ধে। অত্যাচারের শিকার যুবতী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে খড়দহ ও ডোমজুড় থানার পুলিশ।
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে পাশবিক অত্যাচার! হাসপাতালে সোদপুরের যুবতী  (প্রতীকী ছবি: AI Generated)
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে পাশবিক অত্যাচার! হাসপাতালে সোদপুরের যুবতী (প্রতীকী ছবি: AI Generated)
advertisement

২৪ বছর বয়সী নন্দিনী রাও, সোদপুরের সুখচর ৩ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা। তিনি পেশায় একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী। সম্প্রতি নিজের এলাকায় কাজ না পেয়ে পরিচয় হয় হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক যুবক আরিয়ান খানের সঙ্গে। আরিয়ান তাকে ইভেন্ট সংক্রান্ত কাজের প্রলোভনে হাওড়ায় নিয়ে যায়।

আপনার কি ক্যানসার হবে? ৩ বছর আগেই বুঝে যেতে পারেন! নতুন এই আবিষ্কার শনাক্ত করে দেবে মারণরোগ

advertisement

বাপ রে! এটা কী পড়ল জালে? এ কোন ‘অশনি সংকেত’? মাছ ধরতে গিয়ে শিউরে উঠলেন একদল মৎস্যজীবী

কিন্তু অভিযোগ, কাজ দেওয়ার নাম করে নন্দিনীকে পানশালায় কাজ করতে বাধ্য করার চেষ্টা করে অভিযুক্তরা। তাতে রাজি না হওয়ায় শুরু হয় নির্যাতন। আরিয়ান ও তার মা স্বেতা খান মিলে তাকে নিজেদের বাড়িতে আটকে রেখে ঘরের সমস্ত কাজ করাতে শুরু করে। অভিযোগ, প্রতিবাদ করলেই শুরু হত শারীরিক নির্যাতন। মাথার চুল কেটে দেওয়া, লোহার রড দিয়ে শরীর ও গোপনাঙ্গে মারধর—পাশবিকতা যেন ছাড়িয়েছে সীমা।

advertisement

এমনকি অভিযোগ, একাধিকবার অমানবিক ও যৌন নিপীড়নের শিকার হন নন্দিনী। অবশেষে সুযোগ বুঝে গতকাল তিনি ওই বাড়ি থেকে পালিয়ে ফেরেন নিজের বাড়িতে। এরপর পরিবারের সহায়তায় খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে গুরুতর চোটে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন নন্দিনী।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নন্দিনীর পরিবারের অভিযোগ, এই ঘটনায় কেবল শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দহ ও ডোমজুড় থানার যৌথ উদ্যোগে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে পাশবিক অত্যাচার! হাসপাতালে সোদপুরের যুবতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল