আপনার কি ক্যানসার হবে? ৩ বছর আগেই বুঝে যেতে পারেন! নতুন এই আবিষ্কার শনাক্ত করে দেবে মারণরোগ
- Published by:Tias Banerjee
Last Updated:
ক্যানসার শুরু হওয়ার অন্তত ৩ বছর আগেই তা শনাক্ত করা সম্ভব — এমনই যুগান্তকারী ফর্মুলা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ, শরীরে মারণরোগের কোনও লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই তার বার্তা পাওয়া যাবে। ফলে আগেভাগে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে এবং বহু প্রাণ রক্ষা সম্ভব হবে।
ক্যানসার— এক শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ভয়, উদ্বেগ আর মৃত্যু চিন্তার ছায়া। চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির পরেও এখনও বহু মানুষ এই রোগের নাম শুনলেই কেঁপে ওঠেন। কারণ, অনেক সময় রোগ ধরা পড়ে তখন, যখন ফেরার আর পথ থাকে না। কিন্তু যদি এমন কিছু হতো, যাতে ক্যানসার শরীরে বাসা বাঁধার বহু আগেই তার আগমন বার্তা পাওয়া যেত? হ্যাঁ, এবার সেই কল্পনাই বাস্তবের পথে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গবেষকরা রক্তের নমুনা এবং জিনগত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, কিছু বিশেষ প্রোটিন ও জিনগত পরিবর্তন শরীরে ক্যানসার হওয়ার তিন বছর আগে থেকেই সক্রিয় হয়ে ওঠে। এখন সেই বায়োমার্কার চিহ্নিত করতে বিশেষ একটি রক্তপরীক্ষা (Blood Test) তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এই পরীক্ষাটি সাধারণ স্বাস্থ্যপরীক্ষার (Routine Health Checkup) অংশ হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফলে আগেভাগে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে এবং বহু প্রাণ রক্ষা সম্ভব হবে। কী বলছে গবেষণা? গবেষকরা এমন কিছু বায়োমার্কার (জৈব রাসায়নিক চিহ্ন) শনাক্ত করেছেন, যেগুলি শরীরে ক্যানসার হওয়ার কয়েক বছর আগেই উপস্থিত হতে শুরু করে। এই লক্ষণগুলি শরীরের কোষে পরিবর্তনের ইঙ্গিত দেয় — কী ভাবে সুস্থ কোষ ধীরে ধীরে ক্যানসার কোষে রূপান্তরিত হচ্ছে, তার বার্তা মেলে এই চিহ্নে।
advertisement
কীভাবে কাজ করে এই ফর্মুলা? গবেষকরা রক্তের নমুনা এবং জিনগত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, কিছু বিশেষ প্রোটিন ও জিনগত পরিবর্তন শরীরে ক্যানসার হওয়ার তিন বছর আগে থেকেই সক্রিয় হয়ে ওঠে। এখন সেই বায়োমার্কার চিহ্নিত করতে বিশেষ একটি রক্তপরীক্ষা (Blood Test) তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এই পরীক্ষাটি সাধারণ স্বাস্থ্যপরীক্ষার (Routine Health Checkup) অংশ হয়ে উঠতে পারে।