TRENDING:

Missing Woman : পণের টানাপোড়েন! বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ গায়েব সোদপুরের বধূ! গুণধর স্বামী পালানোর পথ পেলেন না

Last Updated:

Missing Woman : পণের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার। বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ সোদপুরের গৃহবধূ। টনার জেরে, নিখোঁজ মহিলার স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোদপুর, উত্তর ২৪ পরগণা, সুবীর দে : পণের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার। বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ সোদপুরের গৃহবধূ। যদিও নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। অন্যদিকে এই ঘটনার জেরে, নিখোঁজ মহিলার স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।
অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ।
অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ।
advertisement

জানা গিয়েছে, গত এক বছর আগে সোদপুর সুখচর বাজারপাড়া এলাকার বাসিন্দা কৌশিক দাসের সঙ্গে বিয়ে হয় টিটাগড় বিবেক নগর এলাকার বাসিন্দা মেঘা সাহার। গ়ৃহবধূর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন যৌতুকের জন্য মেঘার পরিবারকে চাপ দেওয়া হত শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে। তার ওপর মানসিক অত্যাচার করা হত বলে দাবি করেছেন মেঘার পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুন : বয়স মাত্র ১৫ দিন, ভেসে গিয়েছিল জলের তোড়ে! সন্তানের দিকে মা পর্যন্ত আর ফিরে তাকাল না! নেপথ্যে কারণ জানলে চোখ ভিজে যাবে

জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে মেঘা তার বাপের বাড়ি আসার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হলেও, বাপের বাড়িতে আসেন নি। এরপর বিষয়টি জানাজানি হতে খোঁজখবর শুরু করা হয়। দীর্ঘ সময় ধরে তাঁর কোনও হদিশ না পয়েছে রাতে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মেঘা সাহার পরিবারের পক্ষ থেকে। এই ঘটনা জেরে তাঁর স্বামীর ওপর ক্ষোভ বাড়ে পরিবারের সদস্যদের।

advertisement

আরও পড়ুন : ক্যানেলে ওটা কী ভাসছে? কাছে যেতেই চমকে উঠলেন সকলে! ভয়ঙ্কর বিপর্যয়ের বলি, অনুমান স্থানীয়দের

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

জানা গিয়েছে, তারপর এদিন শনিবার সকালে মেঘা সাহার স্বামী কৌশিক দাসকে হাতেনাতে ধরে ফেলেন নিখোঁজ বধূর পরিবারের লোকজন ও এলাকাবাসীরা। স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শু‌রু করেছে খড়দহ থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবি উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Missing Woman : পণের টানাপোড়েন! বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ গায়েব সোদপুরের বধূ! গুণধর স্বামী পালানোর পথ পেলেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল