এদিন ক্লাব প্রাঙ্গণ থেকেই এলাকার ১১০ জন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ১০০০ টাকার বিশেষ কুপন। এই কুপন ব্যবহার করে তাঁরা নির্দিষ্ট দোকান থেকে পড়াশোনার বই কিংবা গল্পের বই সহ শিক্ষা সামগ্রী কিনতে পারবে। শিক্ষার প্রসারে ক্লাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নাম বাছাই করে ক্লাবে জমা দেন। সেই অনুযায়ী এলাকারই প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন সরকারি আধিকারিকদের হাত দিয়ে পড়ুয়াদের হাতে এই কুপন তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার সোদপুর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক বছর আগে মাত্র ২৫ জন ছাত্রছাত্রীকে দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১১০ জন হয়েছে। এছাড়াও পুজোর ক’দিন প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি ও লুঙ্গি এবং ১০০ জন শিশুকে নতুন জামাকাপড়ের কুপন দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূল্যবৃদ্ধির বাজারে খাতা-কলম ও বই কেনা অনেক সময়ই অভিভাবকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক হবে বলেই মনে করছেন অতিথি ও অভিভাবকরা। পুজোর আগেই এমন উপহার পেয়ে ছাত্রছাত্রীরাও খুশি। সমাজে ইতিবাচক বার্তা দিতেই ক্লাবের এই উদ্যোগ বলে জানালেন কর্তৃপক্ষ।