সামাজিক মাধ্যমে পোস্ট করার পর, তাঁরই কমেন্টে হুমকি দেওয়ার অভিযোগ গৃহবধূর। তাঁর অভিযোগ, সামাজিক মাধ্যমে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। অবশেষে শাস্তির দাবি চেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিসের দ্বারস্থ হন গৃহবধূ।
আরও পড়ুন: কারণ শুভেন্দু অধিকারীর ‘বাধা’, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ উত্তরবঙ্গের ‘বড়’ সংগঠক জন বার্লার
অভিযোগকারিণী তাঁর স্যোশাল মিডিয়ার আইডি অন্য নামে রয়েছেন। তিনি দেশকে নিয়ে গর্ব করে লিখেছিলেন। তাতেই তাঁকে তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে Raj F Flover আইডি থেকে।
advertisement
আরও পড়ুন: ‘লাইভ’ চলাকালীন কলিং বেল, এল পার্সেল ডেলিভারি, তারপরেই আচমকা গুলি! মৃত্যু জনপ্রিয় ইলফ্লুয়েন্সারের
গৃহবধূ জানান, তাঁর বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় বেলসিংহাতে। তাঁর শ্বশুরবাড়ি বেহালায়। তাঁর বাপের বাড়ির লোকজন-সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
সমীর মণ্ডল