Viral News: 'লাইভ' চলাকালীন কলিং বেল, এল পার্সেল ডেলিভারি, তারপরেই আচমকা গুলি! মৃত্যু জনপ্রিয় ইলফ্লুয়েন্সারের

Last Updated:
Viral News: ভয়ঙ্কর বললেও কম বলা হবে। সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন আততায়ীর গুলিতে মৃত্যু হল এক জনপ্রিয় ইলফ্লুয়েন্সারের।
1/10
ভয়ঙ্কর বললেও কম বলা হবে। সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন আততায়ীর গুলিতে মৃত্যু হল এক জনপ্রিয় ইলফ্লুয়েন্সারের। (Image- Social Media)
ভয়ঙ্কর বললেও কম বলা হবে। সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন আততায়ীর গুলিতে মৃত্যু হল এক জনপ্রিয় ইলফ্লুয়েন্সারের। (Image- Social Media)
advertisement
2/10
২৩ বছরের ওই ইলফ্লুয়েন্সারের নাম ভ্যালেরিয়া মার্কেজ। (Image- Social Media)
২৩ বছরের ওই ইলফ্লুয়েন্সারের নাম ভ্যালেরিয়া মার্কেজ। (Image- Social Media)
advertisement
3/10
ইনস্টাগ্রামে এক লক্ষেরও বেশি ফলোয়ার ছিল মেক্সিকোর জাপোপানের বাসিন্দা ওই তরুণীর। (Image- Social Media)
ইনস্টাগ্রামে এক লক্ষেরও বেশি ফলোয়ার ছিল মেক্সিকোর জাপোপানের বাসিন্দা ওই তরুণীর। (Image- Social Media)
advertisement
4/10
জালিস্কোর অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, নিজের বিউটি সেলুন থেকে লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে কথা বলছিলেন ভ্যালেরিয়া। (Image- Social Media)
জালিস্কোর অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, নিজের বিউটি সেলুন থেকে লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে কথা বলছিলেন ভ্যালেরিয়া। (Image- Social Media)
advertisement
5/10
ঠিক তখনই কেউ পার্সেল ডেলিভারি দেওয়ার নাম করে তাঁর দরজায় এসে কড়া নাড়ে। (Image- Social Media)
ঠিক তখনই কেউ পার্সেল ডেলিভারি দেওয়ার নাম করে তাঁর দরজায় এসে কড়া নাড়ে। (Image- Social Media)
advertisement
6/10
পার্সেলটি নিয়ে ফের আসনে এসে বসেন ভ্যালেরিয়া। পার্সলের মোড়ক খুলতে খুলতেই ফের কথা বলতে শুরু করেন আগের ছন্দে। (Image- Social Media)
পার্সেলটি নিয়ে ফের আসনে এসে বসেন ভ্যালেরিয়া। পার্সলের মোড়ক খুলতে খুলতেই ফের কথা বলতে শুরু করেন আগের ছন্দে। (Image- Social Media)
advertisement
7/10
তার পর আচমকা শোনা যায় গুলির শব্দ। চেয়ারের এক পাশে লুটিয়ে পড়েন ভ্যালেরিয়া। (Image- Social Media)
তার পর আচমকা শোনা যায় গুলির শব্দ। চেয়ারের এক পাশে লুটিয়ে পড়েন ভ্যালেরিয়া। (Image- Social Media)
advertisement
8/10
সরাসরি সম্প্রচার হওয়া ওই ভিডিওতে ভ্যালেরিয়াকে অসাড় হয়ে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। (Image- Social Media)
সরাসরি সম্প্রচার হওয়া ওই ভিডিওতে ভ্যালেরিয়াকে অসাড় হয়ে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। (Image- Social Media)
advertisement
9/10
পরে দেখা যায় এক ব্যক্তি এসে ফোনটি হাতে তুলে নিয়ে লাইভস্ট্রিম বন্ধ করে দেয়। (Image- Social Media)
পরে দেখা যায় এক ব্যক্তি এসে ফোনটি হাতে তুলে নিয়ে লাইভস্ট্রিম বন্ধ করে দেয়। (Image- Social Media)
advertisement
10/10
এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছিল এই ঘটনার ভিডিও। পরে লাইভস্ট্রিমিংটি তুলে নেওয়া হয়। (Image- Social Media)
এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছিল এই ঘটনার ভিডিও। পরে লাইভস্ট্রিমিংটি তুলে নেওয়া হয়। (Image- Social Media)
advertisement
advertisement
advertisement