আরও পড়ুন: গঙ্গাসাগরে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল বাস
এছাড়াও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সন্ধ্যা পর্যন্ত ডিউটি করলেও রাতে এখনও নিরাপত্তার অভাব বোধ করছেন। ফলে রাতে তাঁরা কাজ করতে অনীহা প্রকাশ করেছেন। এই ব্যাপারে তাঁরা হাসপাতালের সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগও করেছেন। ও নিরাপত্তা দায়িত্ব পুলিশি ব্যবস্থা করতে হবে । সেই মতাবেক বারুইপুর মহকুমা হাসপাতালে একটি পুলিশ সহায়তা কেন্দ্র হয়। সেই পুলিশ সহায়তা কেন্দ্রে খতিয়ে দেখতে আসেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস। এই পুলিস কিয়স্কে একজন এসআই সহ তিনজন কনস্টেবল দায়িত্বে আছেন। বোর্ড প্রায় তৈরি। দ্রুত তা টাঙিয়ে দেওয়া হবে। সেই বোর্ডে দায়িত্বপ্রাপ্ত অফিসারের নম্বর সহ থানার নম্বর দেওয়া থাকবে। এই কিয়স্কে ২৪ ঘণ্টাই পুলিস থাকবে। রোগীর পরিবার পরিজন যে কোনও অভিযোগ করতে পারেন। বেআইনি পার্কিং দেখলেও পুলিস ব্যবস্থা নেবে। যদিও পুলিস কিয়স্কে এখনও পর্যন্ত সিসি ক্যামেরার কন্ট্রোল রুম চালু করা যায়নি।
advertisement
এদিকে, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, রাতে এখনও যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। পুলিসের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় চিকিৎসকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ, পূর্ত দফতরের কাজে দীর্ঘসূত্রিতার জন্য সমস্যা তৈরি হয়েছে।
সুমন সাহা