সোমবার রাতে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে দেখতে পাওয়া যায় বিষধর সাপটিকে। জানা গিয়েছে, দফতরের সামনে হঠাৎই কয়েকটি পোষ্য কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। কুকুরদের টানা ডাকাডাকিতে কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে আসেন পুলিশ কর্মীরা। বাইরে বেরিয়ে কার্যত চোখ কপালে ওঠে তাদের। দেখতে পান অফিসের সামনেই একটি বিষধর কেউটে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন : এক পুজোতেই মেলে সন্তান লাভের আশীর্বাদ! দুই বোনের পুজোর রহস্য জানলে অবাক হবেন, বিশ্বাস করা কঠিন
যদিও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেন পুলিশ কর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী নিরঞ্জন সরদারকে। তিনিই এসে সাড়ে চার ফুট লম্বা কেউটে সাপটি উদ্ধার করেন। উদ্ধারকারী জানান, এটি একটি বিষধর কেউটে। বন দফতরের হাতে সাপটি তুলে দেওয়া হবে।
আরও পড়ুন : সমাজে আলো ছড়ানোর ডাক! পরিবেশবান্ধব মন্ডপে শিবজায়া মিটিয়ে দেবেন অন্ধকার
তবে পুলিশ কর্মীদের অনেকেই বলছেন, সারমেয়গুলি ডাকাডাকি না করলে হয়ত তারা বিষয়টি বুঝতেও পারতেন না। সাপ দেখে তাদের ডাকাডাকির জন্যই আগেভাগে বিপদের আঁচ পাওয়া গিয়েছিল। হলে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আবার সাপটিকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। ফলে পুলিশকর্মীদের কাছে এই ঘটনার পর সারমেয়গুলির কদর আরও বেড়েছে।