গ্রামের বাসিন্দারা হঠাৎই দেখতে পান চাষের ক্ষেতের মধ্যে এটি বিশাল আকারের অজগর সাপ পড়ে রয়েছে। ভয় ভীত হয়ে যান গ্রামবাসীরা। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন বলরামপুর বন দফতরে। খবর পাওয়ার পর বনকর্মীরা হাজির হন ওই গ্রামে সাপটিকে উদ্ধার করতে। বনকর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হয় বিশালাকার অজগর সাপটি। উদ্ধার করে অজগর সাপটিকে নিয়ে যান বনকর্মীরা।
advertisement
আরও পড়ুন: চিয়া সিডস খেয়ে ওজন কমে? একদমই না, কারণ ঠিক সময়ে খেতে হবে! জানুন ডাক্তারের পরামর্শ
বন দফতর সূত্রে জানা গিয়েছে , শনিবার হঠাৎই তাঁদের কাছে খবর আসে বলরামপুর নামসোল গ্রামে চাষের ক্ষেতের মধ্যে গড়াগড়ি খাচ্ছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন বিশাল আকারের অজগর সাপটি খেতের মধ্যেই পড়ে রয়েছে। তাঁরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন: শীতকাল মানেই কমলালেবু, এই ফলের সবচেয়ে উপকার কীসে জানেন? হেলায় হারাবেন না!
বিশালাকার অজগরটির ওজন প্রায় ১৮ কেজি এবং দৈর্ঘ্য ৯ ফুট। অজগরটি উদ্ধার করে বলরামপুর বন দফতরে রাখার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনাঞ্চলে ঘেরা জঙ্গলমহল পুরুলিয়া। প্রায়শই বন্য জীবজন্তু লোকালয়ে চলে আসে।
অন্যান্য মরশুমের তুলনায় শীতের বেশিরভাগ দিনে অজগর সাপ বেরিয়ে আসে লোকালয়ে। তবে এই দিন এত বড় আকৃতির অজগর দেখে ভয় ভীত হয়ে গিয়েছিল গ্রামবাসীরা। যদিও বন দফতরের তৎপরতায় উদ্ধার করা অজগরটিকে।
শর্মিষ্ঠা ব্যানার্জি