TRENDING:

Birbhum news : পড়ুয়াদের ফোনের নেশা থেকে বাঁচাতে পুলিশের বিশেষ উদ্যোগ

Last Updated:

পুলিশের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে৷ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরটি হল 8370918416.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: আধুনিক হয়েছে জীবন৷ সবার হাতে হাতে রয়েছে স্মার্টফোন৷ নিঃসন্দেহে তা থেকে সুবিধা হচ্ছে অনেকটাই, তবে সমস্যাও বাড়ছে৷ এই স্মার্টফোন এখন পড়ুয়াদের হাতে হাতে পৌঁছে গিয়েছে। বিশেষ করে অনলাইন ক্লাস শুরু হওয়ার পর বহু পড়ুয়াদের হাতেই উঠে এসেছে স্মার্ট ফোন৷ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এই সকল স্মার্টফোন এবং তার ব্যবহারের কারণে যেমন পড়ুয়ারা পড়াশোনার ক্ষেত্রে নানান শিক্ষামূলক বিষয় গ্রহণ করে থাকে, ঠিক তেমনি নানান অশিক্ষামূলক বিষয়ে চর্চা করতে গিয়ে বিপদে পড়ছেন৷
advertisement

আরও পড়ুন Mahishadal Rajbari: অক্ষয় তৃতীয়ায় শুরু হল রাজবাড়ির রথযাত্রার কাউন্টডাউন! মহিষাদল রাজ পরিবারে উৎসবের আমেজ

এই ধরনের বহু অভিযোগ জমা পড়ছে থানায়। বিশেষ করে ছাত্রীরাই বেশি শিকার হচ্ছেন৷ যেমন কারও ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খোলা অথবা কারও মুখের ছবি ব্যবহার করে অন্য কারও শরীরের সঙ্গে যুক্ত করে নানান অপ্রীতিকর ছবি তৈরি করে তা ছড়িয়ে দেওয়া। এই সব বিষয় থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে ছাত্রীরা তা নিয়েই বীরভূম পুলিশ সচেতনা শিবিরের আয়োজন করে৷ নাম দেওয়া হয়েছে সুচেতনা৷

advertisement

বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিয়ে সুচেতনা শিবির করা হচ্ছে। পুলিশের উদ্যোগেই হচ্ছে এই শিবির৷ যেখানে মহিলা থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়ে ছাত্রীদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে একেবারে একান্ত আলোচনা করছেন। সেখানে কারও কোন অভিযোগ থাকলে বা কিছু জানার বিষয় থাকলে তা জেনে নিতে পারছেন। আবার সকলের সামনে যদি কেউ কোনও বিষয় বলতে অস্বস্তি প্রকাশ করেন, তাদের পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে৷ সেখানে ফোন করে বা মেসেজেও কথা বলতে পারবেন৷ এই কর্মসূচির অংশ হিসাবে যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে সেটি হল 8370918416.

advertisement

আরও পড়ুনMurshidabad News: মারাত্মক বজ্রপাতে মৃত মৎসজীবী, ঘরে ফিরল নিথর দেহ

এই কর্মসূচি ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে কোনও ছাত্রী প্রচারণামূলক অথবা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার আগেই সতর্ক হতে পারবে বলে মনে করছে পুলিশকর্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় পুরুলিয়ায় চলছে ট্রেন্ডিং এই মিষ্টিগুলি, দেখলেই জিভে জল আসতে বাধ্য!
আরও দেখুন

কর্মসূচি নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, "ঘরোয়া ভাবে অনেক মহিলা সমস্যায় পড়ছেন৷ ছাত্রীরাও ব্যতিক্রম নয়৷ এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক সময় তারা সুযোগ পায় না কাকে বলবে, কার সঙ্গে তা শেয়ার করবে। তার জন্যই সুচেতনতা নামে বীরভূমের তিনটি মহুকুমার জন্য তিনটি টিম তৈরি করা হয়েছে। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news : পড়ুয়াদের ফোনের নেশা থেকে বাঁচাতে পুলিশের বিশেষ উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল