TRENDING:

Birbhum News: এত ছোটো ধান, তার আবার কানের দুল-গলার হার! দেদার বিকোচ্ছে এই গয়না মেলায়, কিনবেন নাকি

Last Updated:

Birbhum News: শান্তিনিকেতনে ধানের গহনা শিল্পী তপন বৈদ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধান দিয়ে তৈরি করে ফেলেছেন। যার মধ্যে মহিলাদের বিশেষ আর্কষণ, গহনা, অলঙ্কার। যা হস্তশিল্প মেলায় বাজারের বিশেষ ও মূল আর্কষণ হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আমরা সবাই এতদিন জানতাম এবং ভাবতাম যে ধান থেকে চাল আর সেই চাল থেকে ভাত তৈরি হয়। বীরভূম মূলত ধান চাষের জন্য বিখ্যাত। তবে এবার ধান দিয়ে চাল তৈরির পাশাপাশি ধান দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের গহনা। লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর, শান্তিনিকেতন।
advertisement

এই শান্তিনিকেতনে ধানের গহনা শিল্পী তপন বৈদ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধান দিয়ে তৈরি করে ফেলেছেন। যার মধ্যে মহিলাদের বিশেষ আর্কষণ, গহনা, অলঙ্কার। যা হস্তশিল্প মেলায় বাজারের বিশেষ ও মূল আর্কষণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: হাই কি সত্যিই ছোঁয়াচে? এর পিছনে চমকে দেওয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা! বিশ্বাসই করতে পারবেন না

advertisement

মেলায় আগত পর্যটক মহিলারা বলছেন ”সোনা, রূপো, তামা ও ডোকরার বিভিন্ন অলংকার এতদিন আমরা দেখেছি এবং সেটা কিনেছি। কিন্তু এই প্রথম শান্তিনিকেতনে এসে ছোটো ছোটো ধানের তৈরি সুন্দর সুন্দর কানের দুল, গলার হার দেখে বেশ মন কাড়ছে। নতুন একটা জিনিস দেখলাম মনে হচ্ছে।” অপরদিকে শিল্পী তপন বৈদ্য বলছেন, ”সরকারি মেলা প্রচার আর বিজ্ঞাপনের অভাবে মেলার বাজারটা অনেকটাই কম।”

advertisement

View More

খুবই সূক্ষ্ম ভাবে কাজ করতে হয় এই গহনা বানাতে। ঘণ্টায় দু’টো কানের দুল, একটা গলার তৈরি করতে পারা সম্ভব। প্রথম একটা খাঁচা তৈরি করতে হয় তারপর একটা ধান করে ওই ফ্রেমের মধ্যে ভাল আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। এরপর শুকানোর পর তৈরি হয় ধানের তৈরি গহনা। এছাড়াও গ্রাহকেরা নিজেদের পছন্দমতো যদি কোনও ডিজাইন বলে থাকেন তাহলে তিনি সেটাও বানিয়ে দেন।

advertisement

এছাড়াও শিল্পী রাজ্যের MSME দফতরে আর্থিক সহযোগিতার আবেদন করেন। আর্থিক সাহায্য পাওয়া গেলে এই শিল্পকে আরও বেশি প্রসারিত করা যেতে পারে বলে তিনি জানান। এমনকী উনি আরও জানান যে উত্তরবঙ্গে মেলায় ৩ হাজার টাকার বিক্রি হয়েছে এই ধানের তৈরি গহনা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: এত ছোটো ধান, তার আবার কানের দুল-গলার হার! দেদার বিকোচ্ছে এই গয়না মেলায়, কিনবেন নাকি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল