এই শান্তিনিকেতনে ধানের গহনা শিল্পী তপন বৈদ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধান দিয়ে তৈরি করে ফেলেছেন। যার মধ্যে মহিলাদের বিশেষ আর্কষণ, গহনা, অলঙ্কার। যা হস্তশিল্প মেলায় বাজারের বিশেষ ও মূল আর্কষণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: হাই কি সত্যিই ছোঁয়াচে? এর পিছনে চমকে দেওয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা! বিশ্বাসই করতে পারবেন না
advertisement
মেলায় আগত পর্যটক মহিলারা বলছেন ”সোনা, রূপো, তামা ও ডোকরার বিভিন্ন অলংকার এতদিন আমরা দেখেছি এবং সেটা কিনেছি। কিন্তু এই প্রথম শান্তিনিকেতনে এসে ছোটো ছোটো ধানের তৈরি সুন্দর সুন্দর কানের দুল, গলার হার দেখে বেশ মন কাড়ছে। নতুন একটা জিনিস দেখলাম মনে হচ্ছে।” অপরদিকে শিল্পী তপন বৈদ্য বলছেন, ”সরকারি মেলা প্রচার আর বিজ্ঞাপনের অভাবে মেলার বাজারটা অনেকটাই কম।”
খুবই সূক্ষ্ম ভাবে কাজ করতে হয় এই গহনা বানাতে। ঘণ্টায় দু’টো কানের দুল, একটা গলার তৈরি করতে পারা সম্ভব। প্রথম একটা খাঁচা তৈরি করতে হয় তারপর একটা ধান করে ওই ফ্রেমের মধ্যে ভাল আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। এরপর শুকানোর পর তৈরি হয় ধানের তৈরি গহনা। এছাড়াও গ্রাহকেরা নিজেদের পছন্দমতো যদি কোনও ডিজাইন বলে থাকেন তাহলে তিনি সেটাও বানিয়ে দেন।
এছাড়াও শিল্পী রাজ্যের MSME দফতরে আর্থিক সহযোগিতার আবেদন করেন। আর্থিক সাহায্য পাওয়া গেলে এই শিল্পকে আরও বেশি প্রসারিত করা যেতে পারে বলে তিনি জানান। এমনকী উনি আরও জানান যে উত্তরবঙ্গে মেলায় ৩ হাজার টাকার বিক্রি হয়েছে এই ধানের তৈরি গহনা।
সৌভিক রায়