আরও পড়ুন: মা ঘর ছেড়েছে,ছেড়েছে কচি সন্তানকেও,হাত ধরেছে প্রেমিকের,‘মৃত’ ধরে শ্রাদ্ধ করল ফুটফুটে ছেলে
নদিয়ার শান্তিপুর সহ একাধিক বাজারের একই অবস্থা। প্রতিবছরই চৈত্র মাসে চৈত্র সেল উপলক্ষে বছরের জমা জিনিসপত্র প্রায় হাফ দামে বিক্রি করে দেন বিক্রেতারা। সেই জিনিসপত্র প্রতিবছর চাহিদা তথা বেশি পরিমাণে বিক্রি হলেও এবার সেই তুলনায় ক্রেতাদের দেখা অনেকটাই কম।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে তুমুল ঝড়…! ২-৩ ঘণ্টায় মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর মেগা খেলা শুরু বাংলায়?
প্রতিদিনই খুচরো এবং পাইকারি ব্যবসায়ীরা দোকান খুলে বসছেন কিন্তু সেই পরিমাণে ক্রেতাদের দেখা নেই। বিক্রেতারা জানাচ্ছেন জিনিসের দাম চৈত্র সেল উপলক্ষে প্রায় হাত কমিয়ে দেওয়া হয়েছে তবুও সেই পরিমাণে বিক্রি হচ্ছে না। প্রতিবছরই এই মাসটাতে তারা আশায় থাকেন তাদের জমা জিনিসপত্র বিক্রি করার। কিন্তু সেই ভাবে বিক্রি না হওয়ায় সমস্যায় পড়েছেন নদিয়ার বিক্রেতারা।
Mainak Debnath