মথুরাপুর-২ ব্লক ভূমি সংস্কার অফিসে ঠিকভাবে কাজ হচ্ছে না বলে স্থানীয়দের দাবি। এখানের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে পাট্টা দেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। পাট্টা না পাওয়ার ফলে জমির কাগজ হাতে পাচ্ছেন না গরিবরা।
আরও পড়ুন: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা
advertisement
সরকারি খাস জায়গা গরিবদের মধ্যে আইনানুগভাবে বিতরণ করাকে পাট্টা প্রদান বলে। জমির সাধারণ মালিকানার থেকে এটার ধরণ কিছুটা আলাদা। সরকার গরিবদের আর্থিক নিরাপত্তা দিতে মাঝেমধ্যেই পাট্টা বিলি করে থাকে। এরকম জায়গা মথুরাপুর-২ ব্লকে অনেক পড়ে রয়েছে। কিন্তু সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। সঠিক উপায়ে এখানে পাট্টা বিলির কাজ হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। ফলে এই জায়গা পতিত অবস্থায় পড়ে রয়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত গরিবদের মধ্যে পাট্টা বিতরণের দাবি তুলেছে মথুরাপুরের মানুষ। এলাকাবাসীদের এই দাবি প্রসঙ্গে মথুরাপুর-২ ব্লকের বিএলআরও ঝিলমি পাল কুন্ডু জানান, আইন অনুযায়ী কিছু করার নেই। এখন সমস্তটাই অনলাইন সিস্টেমে কাজ হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সমস্ত কিছু পাঠানো আছে। পাট্টা দেওয়ার ক্ষেত্রে বিএলআরও অফিসের পুরোপুরি হাত থাকে না। এখানে শুধু আবেদনপত্র জমা হয়। এরপর অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ হয়। যদিও এই সমস্ত কথা শুনতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁরা গোটা দায় বিএলআরও-র উপর চাপিয়েছেন।
নবাব মল্লিক