বাসিন্দাদের অভিযোগ, উত্তরপাড়া মাখলায় বজ্র পদার্থ থেকে সার তৈরি একটি কারখানা রয়েছে। সে কারণেই মাফলার ডাম্পিং জোনে গোটা শহরের বজ্রপদার্থ এসে পড়ে। বজ্র পদার্থের মধ্যে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেয়। যার ফলে ক্রমাগত দূষন ছড়াচ্ছে। বর্জ্যের স্তুপে দুপুরের দিকে আগুন লাগে। সন্ধ্যায়র পর থেকে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দিল্লির দূষণের মতো পরিস্থিতি তৈরি হয়।শ্বাসকষ্টের জন্য টিএন মুখার্জি রোড অবরোধ শুরু করেন বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ এ কী কাণ্ড! এক হাতে ছুড়ি, রক্তাক্ত অন্য হাত! রক্ত দিয়ে যা লিখলেন যুবক, চমকে যাবেন আপনিও
ঘটনার খবর পেয়ে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ এবং উত্তরাপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব ঘটনাস্থলে যান। পুরপ্রধান বলেন, আগুন ভয়াবহ অবস্থায় আছে। আমরা ঘটনা জানার পরেই দমকলকে জানাই। দমকলের কয়েকটি ইঞ্জিন আসে। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও পুরো নেভেনি। ধোঁয়ায় ঢেকেছে, আমরা ওখানে গিয়েছিলাম আমাদেরও কষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ গোটা রাতব্যাপী পথ অবরোধ করেন। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাওয়ার জন্য শ্বাসকষ্ট তো ভুগতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষকে ভর্তি করতে হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করে সেখানে কিছু জনকে ছেড়ে দেওয়া হলেও বেশ কিছুজনকে ভর্তি রাখতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি স্থায়ী সমাধান খুঁজে বার করুক প্রশাসন।
রাহী হালদার





