আরও পড়ুন: আর জয়েন্ট বোর্ড নয়, প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তি হওয়ার পরীক্ষা নেবে প্রেসিডেন্সিই! জানুন
ওই সেমিনারে যুবক-যুবতীদের বিভিন্ন বিষয়ে অবগত করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং মেধা অনুযায়ী বিভিন্ন বিষয় প্রশিক্ষণের ক্ষেত্রে সুযোগ পাবে ছেলে-মেয়েরা। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায়, গ্রাম অঞ্চলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের কর্মসংস্থান মুখী করতে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার হাত ধরেই উৎকর্ষ বাংলার আওতায়। পঞ্চায়েত এলাকার ছেলে-মেয়েদের প্রশিক্ষিত করা হবে। আরও জানান হয়, এই প্রশিক্ষণ বিভিন্ন কাজের গুরুত্ব অনুযায়ী মেয়াদ থাকছে। তিন মাস ছ’মাস সময় পর্যন্ত বা তার বেশি হতে পারে। ছেলেমেয়েদের সুবিধার্থে অর্থনৈতিক সহযোগিতাও রয়েছে বলে জানান হয়। প্রশিক্ষণ শেষে সংস্থার তরফ থেকে সরকার অনুমোদিত সংসাপত্র দেওয়া হবে। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে ছেলে-মেয়েদের কর্ম ক্ষেত্রে যোগদান করার সুযোগ করে দেওয়া হবে জানিয়েছেন। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গাধরপুর গোণ্ডলপাড়া জয়নগর সহ বিভিন্ন গ্রামে মাইকিং করে প্রচার করা হয়। গ্রাম পঞ্চায়েত কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত এলাকার শিক্ষিত ছেলে – মেয়ের উপস্থিতি’র উপর ভিত্তি করে সংখ্যা নির্ধারিত হবে।
advertisement
