আহতদের ক্ষতিপূরণের দেওয়ার কথা বলেছে বনবিভাগ। স্থানীয়রা এদিন বন দফতরের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে কংসাবতী নর্থ ডিভিশনের ডিএফও মদিত কুমার বলেন, আহত ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে।
আরও পড়ুন- ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
advertisement
এলাকার মানুষদের সতর্ক করা হচ্ছে। গোটা এলাকায় চালানো হচ্ছে নজরদারি। এই বিষয়ে গ্ৰামবাসীরা বলেন, হঠাৎ করেই ওই শিয়ালটি আক্রমণ করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে তাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে।
শিয়ালটিকে আপাতত ঝালদা বনাঞ্চলের মেস্যা জঙ্গলে নজরদারিতে রাখা হয়েছে। বন দফতরের অনুমান, শিয়ালটি বানসা জঙ্গল থেকে এসেছে। তবে আক্রমণের আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।