TRENDING:

SIR নথি খুঁজতে গিয়েই, কুড়ি বছরের হারানো মেয়েকে খুঁজে পেলেন দত্তপুকুরের এক মা, কী ভাবে? শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:

SIR: এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৎপরতার মধ্যেই এবার নজরে এল এক আশ্চর্য ঘটনা। এসআইআর-এর নথি খুঁজতে গিয়েই, ২০ বছর ধরে নিখোঁজ হারানো মেয়ের সন্ধান পেলেন  দত্তপুকুরের এক মা, কল্যাণী অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৎপরতার মধ্যেই এবার নজরে এল এক আশ্চর্য ঘটনা। এসআইআর-এর নথি খুঁজতে গিয়েই, ২০ বছর ধরে নিখোঁজ হারানো মেয়ের সন্ধান পেলেন  দত্তপুকুরের এক মা, কল্যাণী অধিকারী।
advertisement

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কোটরা এলাকার বাসিন্দা কল্যাণী অধিকারী কুড়ি বছর আগে মেয়ে ও জামাইকে নিয়ে দমদমে মেয়ের শ্বশুরবাড়ির কাছেই ভাড়া থাকতেন। পরে আর্থিক সমস্যার কারণে তিনি দত্তপুকুরে বাপের বাড়িতে ফিরে আসেন। সেই থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: একটাও পোকা থাকবে না…! ৫ কেজি ১০ কেজির চালের বস্তায় ছিটিয়ে দিন একমুঠো, ২ টাকার ঘরোয়া জিনিস দেখাবে ম্যাজিক

advertisement

দীর্ঘ দুই দশক দমদম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করেছেন তিনি, কিন্তু কোনও খোঁজ পাননি। মাঝে গিয়েছে করোনা মহামারী, মেয়ের জন্য তাই বারংবার কেঁদে উঠেছে এই অসহায় মায়ের প্রাণ। ঠাকুরবাড়ি থেকে প্রশাসনের দরজায়ও ঘুরেছেন, তবে তেমন কোন লাভ হয়নি। শেষমেশ আশ্রয় নেন দত্তপুকুরের নাকশা কালীমন্দিরে।

View More

আরও পড়ুন: ২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় ‘দাগিদের’ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?

advertisement

এর মধ্যেই এসআইআর চালু হওয়ায়, নিজের নথিপত্রের খোঁজেই আবার দমদমে যান এই মেয়ে হারা মা। আর সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা, রাস্তায় দেখা হয়ে যায় তাঁর জামাইয়ের সঙ্গে। জামাই তাঁকে সরাসরি বাড়িতে নিয়ে গেলে ২০ বছর পর মুখোমুখি হন মা ও মেয়ে। আবেগে ভেসে ওঠে দুই পরিবারই।

মেয়ে ও জামাই সযত্নে তুলে রাখা কল্যাণী দেবীর ভোটার কার্ড, রেশন কার্ড-সহ সমস্ত নথিপত্র তাঁর হাতে তুলে দেন। কুড়ি বছর পর মেয়েকে ফিরে পেয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন কল্যাণী দেবী। এ যেন হাজার কাগুজে জটিলতার মাঝেও এক হৃদয় ছোঁয়া আনন্দের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
SIR নথি খুঁজতে গিয়েই, কুড়ি বছরের হারানো মেয়েকে খুঁজে পেলেন দত্তপুকুরের এক মা, কী ভাবে?
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR নথি খুঁজতে গিয়েই, কুড়ি বছরের হারানো মেয়েকে খুঁজে পেলেন দত্তপুকুরের এক মা, কী ভাবে? শুনলে চোখ কপালে উঠবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল