অভিযোগ, গোপালনগর থানার ২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বনগাঁ বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় বাসিন্দা জাহিদ খান আসলে বাংলাদেশি। তাঁর বাবার নাম বাবু খান (বয়স ৪৫)। জাহিদ খানের স্ত্রী ময়না খাঁ কারিগর (বয়স ২৬), তিনিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।
advertisement
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মেয়ে মিতা খাঁ (বয়স ২০) এবং ছেলে সিরাজ খাঁ (বয়স ১৮)। বনগাঁ বিজেপির পক্ষ থেকে দেবদাস মণ্ডল জানান, রাজ্যে এসআইআর এর প্রয়োজন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানান তিনি। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম ঢুকিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ভোট বিতরণী পার হবার জন্য ব্যবহার করে থাকেন এদের। তাই অবিলম্বে নিরপেক্ষ ও সঠিক ভোটার তালিকা তৈরিরও দাবি তোলা হয়েছে।
আরও পড়ুন: রেলকর্মী ধরলেন মহিলাকে, ‘আপনার ব্যাগে এটা কী?’ লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না, কেন?
ময়না খাঁ অবশ্য দাবি করেন, তাঁদের আদি বাড়ি চাকদায়। পরবর্তীতে পিতা-মাতার সঙ্গে তাঁরা গাড়াপোতায় বসবাস শুরু করেন। তাঁর কথায়, ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তাঁরা বাংলাদেশি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ নিয়ে এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে কি না, এখন সেদিকেই নজর সকলের।
Rudra Narayan Roy