Accident: সল্টলেক নতুন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনায় গাড়িতে আগুন, ঝলসে মৃ*ত্যু পাশ দিয়ে যাওয়া ডেলিভারি বয়ের! মর্মান্তিক কাণ্ড ঘিরে উত্তেজনা
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেকে নতুন ব্রিজে। পথ দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত এক ডেলিভারি বয়। আহত ওই চার চাকা গাড়িতে থাকা তিন জন।
কলকাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেকে নতুন ব্রিজে। পথ দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত এক ডেলিভারি বয়। আহত ওই চার চাকা গাড়িতে থাকা তিন জন। মৃতের নাম সৌমেন মণ্ডল, বয়স মাত্র ২০ বছর। ঝড়খালি কোস্টাল থানায় হিরণময়পুর স্কুল মোড়ে বাড়ি সৌমেনের।
পুলিশ সূত্রে খবর, কেষ্টপুরের দিক থেকে একটি চার চাকা গাড়ি সল্টলেকে ঢুকছিল, অন্যদিকে আরও একটি চার চাকা গাড়ি সল্টলেকে ওই নতুন ব্রিজ সিগনাল থেকে ইস্ট থানার দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: রেলকর্মী ধরলেন মহিলাকে, ‘আপনার ব্যাগে এটা কী?’ লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না, কেন?
ঠিক সেই সময় ওই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর একটি চার চাকা গাড়িতে আগুন লেগে যায় সেটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন আরও বড় হয়ে ওঠে। গাড়িতে থাকা সবাই বেরিয়ে আসেন, আহত অবস্থায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জানেন ডোনাল্ড ট্রাম্পের কোন সংস্থায় চাকরি করতেন সুস্মিতা? মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন বাঙালি নায়িকা
পুলিশ সূত্রে খবর ওই দুর্ঘটনার সময় এক ডেলিভারি বয় সাইকেল নিয়ে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যান। সেখান থেকে কোনও ভাবে পালাতে গেলে রেলিংয়ে তাঁর প্যান্ট আটকে যায় এবং তাঁর গায়ে আগুন লেগে যায়। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। দমকল গাড়ি দেরি করে আসার কারণে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2025 7:08 PM IST










