আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় ম্যাপিংয়ে নাম এল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর৷ অগত্যা তাঁর বাড়িতে গিয়ে শুনানির জন্য নথিপত্র নিলেন বিএলও৷
এসএইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিং এ নাম ছিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিলেন রায়দিঘি বিধানসভার ২২১ নং বুথের বিএলও কবিতা দাশগুপ্ত।
advertisement
আরও পড়ুন : মেশিনে স্ক্যান করেই বলে দিচ্ছে ‘বাংলাদেশী’! ভাইরাল উত্তরপ্রদেশ পুলিশের ভিডিও, শুরু তদন্ত
এসআইএর প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন, ‘‘এই ঘটনায় আমায় সবরকম সাহায্য করেছে ওঁরা৷ আমার নিজেরই খারাপ লাগছে, ওঁরা সব নথি দিয়েছেন৷ কিন্তু তা-ও সিস্টেমনিচ্ছিল না৷ ম্যাপিংয়ে সমস্য হচ্ছিল৷ প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে।’’
অন্যদিকে, ভোটার তালিকায় নাম না ওঠায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। এদিন তিনি বলেন, ‘‘প্যান কার্ড, প্রাক্তন বিধায়কের কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সবই দিয়েছি৷ তা-ও কোথাও নিশ্চই সমস্যা ছিল৷’’ সবশেষে প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, ‘‘এসআইআর তো দেশের জন্য ভাল৷ আমায় নোটিস করেছিল৷ দিয়েছি৷ অফিসাররা যা যা নথি চাইছেন সেটা দিয়ে সাহায্য করা উচিত, এটা যে কোনও নাগরিকের কর্তব্য৷ অসুস্থদের নথি বিএলও-রা বাড়িতে গিয়ে নিয়ে আসবেন৷ এ নিয়ে ত হইহই করার কী আছে? সব রাজনৈতিক দলের উচিত এই প্রক্রিয়ায় সহায়তা করা৷’’
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিক স্তরেও স্থগিত বদলি প্রক্রিয়া, উৎসশ্রী পোর্টাল নিয়ে বিজ্ঞপ্তি জারি কমিশনের
জানা গিয়েছে, ২০০২ এর ভোটার তালিকাতেওনাম ছিল প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর ৷ তবে তা-ও শুনানির ডাক পড়ে৷ বিএলও জানিয়েছেন, সব কিছু দেওয়ার পরেও প্রাক্তন মন্ত্রীর নাম সিস্টেম ‘নট ফাউন্ড’ বলছিল৷ বিষয়টি বিডিও খতিয়ে দেখলেও কিছু করা যায়নি৷ অতঃপর সমস্ত নথি জমা দিতে হল প্রাক্তন মন্ত্রীকে৷
