TRENDING:

Singur Nurse: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুতে রাজনীতির রঙ! ময়নাতদন্তের দিনই কংগ্রেসের থানা ঘেরাও, বিক্ষোভ

Last Updated:

মৃত নার্সের বিচারের দাবিতে সিঙ্গুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঙ্গুর, হুগলি, সোমনাথ ঘোষঃ সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যু ঘিরে ক্রমশ জল ঘোলা হয়েই চলেছে। মৃতার বাবা-মায়ের কথা মতোই কল্যাণী এইমসে (AIIMS) ময়নাতদন্ত হচ্ছে। শনিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ মর্গে পৌঁছয় পুলিশের একাধিক আধিকারিক। সেখানে ছিলেন কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের প্রতিনিধিরাও। ভোর থেকেই দেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সকালেই মা-বাবা পৌঁছে যান মর্গে। এরপরই দেহ কল্যাণী এইমসের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এদিকে মৃত নার্সের জন্যে বিচার চেয়ে কংগ্রেসের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এদিন। সিঙ্গুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সিঙ্গুরে মিছিল করে থানায় যান যুব কংগ্রেস কর্মীরা। থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
সিঙ্গুর হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু
সিঙ্গুর হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু
advertisement

আরও পড়ুনঃ নার্সিংহোম মালিকের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি! সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার ‘কর্তা’

গত বুধবার সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় একটি নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয় নন্দীগ্রামের দিপালী জানার। দিপালী তিন দিন আগেই ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন। নার্সিংহোমের চার তলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নার্সের পরিবার ও বাম, বিজেপির অভিযোগ ওই নার্সকে খুন করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ভরা রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা! উর্দির কলার ধরে… ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে জমেছে ভিড়

সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ নার্সের প্রেমিক রাধাগোবিন্দ ঘটন ও নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়াকে গ্রেফতার করে। ধৃতদের চন্দননগর আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে নেয় পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Singur Nurse: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুতে রাজনীতির রঙ! ময়নাতদন্তের দিনই কংগ্রেসের থানা ঘেরাও, বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল