ভরা রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা! উর্দির কলার ধরে... ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে জমেছে ভিড়

Last Updated:

দিনের বেলা ভরা রাস্তায় সকলের সামনে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে ট্রাফিক পুলিশকে হেনস্থা।

কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ কর্তব্যরত ট্রাফিক পুলিশকে উর্দি কলার ধরে হেনস্থা করার অভিযোগ উঠল এক মহিলা-সহ চার তরুণের বিরুদ্ধে। দিনের বেলা ভরা রাস্তায় সকলের সামনে এমন ঘটনা ঘটেছে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে। শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাঁচ জনকে। শনিবার আদালতে তোলা হল তাদের। এদিন মহিলা জামিন পান। বাকিরা এখনও জেল হেফাজতেই। অভিযুক্তদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছেন।
আরও পড়ুনঃ মিড ডে মিলে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি… গ্রামের প্রাথমিক স্কুলে পাত পেড়ে খাচ্ছে খুদে পড়ুয়ারা! রাজ্যের কোথায় এমন উলটো পুরাণ?
ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে দুই বাইক আরোহীর সঙ্গে বচসা বাধে এক ট্রাফিক পুলিশ কর্মীর। তাঁদের মাথায় হেলমেট না থাকায় বাইকটি আটকায় পুলিশ। এই নিয়ে শুরু হয় বচসা। কথা কাটাকাটির মাঝে এক বাইক আরোহীকে ট্রাফিক পুলিশ চড় মারে বলে অভিযোগ। সেই খবর পেয়ে দুই তরুণের বন্ধুরা এসে পাল্টা ওই ট্রাফিক পুলিশকে কলার ধরে টানাটানি করে। ভরা রাস্তায় হেনস্থা করে।
advertisement
আরও পড়ুনঃ আলু চাষকে শিল্পে রূপান্তরিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের
এমন দৃশ্য দেখে রীতিমত রাস্তায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সমীর সরকার। ট্রাফিক পুলিশকে উত্তেজিত যুবকদের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে সমীরবাবুকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেওয়ার ঘটনা সামনে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার হয় ওই পাঁচ জন। শনিবার তাদের আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা! উর্দির কলার ধরে... ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে জমেছে ভিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement