মিড ডে মিলে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি... গ্রামের প্রাথমিক স্কুলে পাত পেড়ে খাচ্ছে খুদে পড়ুয়ারা! রাজ্যের কোথায় এমন উলটো পুরাণ?

Last Updated:

স্কুলেই হচ্ছে পড়ুয়াদের জন্মদিন উদযাপন। কাটা হচ্ছে কেক। মিড ডে মিলে ভুরিভোজের আয়োজন।

স্কুলে পড়ুয়াদের জন্মদিন উদযাপন
স্কুলে পড়ুয়াদের জন্মদিন উদযাপন
পোলবা, হুগলি, সোমনাথ ঘোষঃ প্রত্যেক মাসেই স্কুলে পড়ুয়াদের জন্মদিন উদযাপন হচ্ছে। কেক কাটা হচ্ছে। পড়ুয়াদের জন্যে থাকছে উপহারও। শুধু কি তাই! মিড ডে মিলের মেনুতে স্পেশাল ভোজের ব্যবস্থা থাকছে। স্কুল পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। কোথায় এমন মন ভোলানো প্রয়াস চলছে জানেন?
হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত পোলবার পাউনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের আরও বেশি করে স্কুলমুখী করতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তার ফলও মিলছে হাতে নাতে। বিগত বছরে যেখানে ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল পঞ্চাশ থেকে ষাট, সেই সংখ্যা এখন বেড়ে আশি ছাড়িয়েছে।
আরও পড়ুনঃ একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ ‘এই’ সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে
স্কুলেই হচ্ছে পড়ুয়াদের জন্মদিন পালন। কেন এমন ভাবনা? প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম ঘোষাল বলেন, পাউনান সিদ্ধেশ্বরী প্রাথমিক স্কুলে মূলত প্রান্তিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েরাই পড়তে আসে। তাদের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম বছর দু’য়েক আগে। স্কুলের বাচ্চারা যদি জানতে পারে তাদের পরিচিত কারুর জন্মদিন পালন হয়েছে বাড়িতে, তা শুনে অনেক বাচ্চার মধ্যেই তৈরি হয় মন খারাপের আবহ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গোদের উপর বিষফোঁড়া! বৃষ্টি নয়, এবার জলে ডোবা খানাকুলের নতুন চিন্তা DVC, জানুন
এই স্কুলের অধিকাংশ পরিবারেরই কেক কেটে আড়ম্বরে জন্মদিন পালন করার সাধ্য নেই। তাই শিক্ষক-শিক্ষিকারা মিলে ঠিক করেন, স্কুলেই পড়ুয়াদের জন্মদিন উদযাপন হবে। অভিভাবকদেরও জানানো হয় এই ভাবনার কথা। যে মাসে যাদের জন্মদিন থাকবে একটা নির্দিষ্ট দিন ধার্য করে সেই দিনে সবার জন্মদিন একসঙ্গে পালন করা হয়। কেক কাটা হয় এবং যাদের জন্মদিন তাদের জন্য থাকে উপহার। আর অবশ্যই প্রতিদিনের যে মিড ডে মিল সেই মেনুও এদিন পরিবর্তন করা হয়। বিশেষ দিনে পাতে পড়ে ফ্রাইড রাইস, মুরগির মাংস, আনারসের চাটনি, পায়েস এবং রসগোল্লা।
advertisement
এই উদ্যোগ নেওয়ার ফলে দেখা যাচ্ছে আরও বেশি করে স্কুলমুখী হচ্ছে বাচ্চারা। তাদের মধ্যে একটা আনন্দের ভাব দেখা দিচ্ছে। পড়ুয়াদের সংখ্যাও বাড়ছে। আর স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরারাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিড ডে মিলে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি... গ্রামের প্রাথমিক স্কুলে পাত পেড়ে খাচ্ছে খুদে পড়ুয়ারা! রাজ্যের কোথায় এমন উলটো পুরাণ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement