Hooghly news: আলু চাষকে শিল্পে রূপান্তরিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এবার রাজ্যে তৈরি হয়েছে, নতুন এক কৃষিজ সংগঠন। মূলত আলুর বিপণন ও কৃষকদের আলু চাষের

+
নতুন

নতুন অ্যাসোসিয়েশনের প্রস্তুতি

রাহী হালদার, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এবার রাজ্যে তৈরি হয়েছে, নতুন এক কৃষিজ সংগঠন। মূলত আলুর বিপণন ও কৃষকদের আলু চাষের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ক একটি নতুন সংগঠন তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে। যার নাম দেওয়া হয়েছে, “পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ পটেটো গ্রোওয়ার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন”।
এই সংগঠনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে হরিপালে। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় গ্রন্থাগার মন্ত্রী বিকাশ দেবনাথ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ একাধিক বিধায়ক ও বিভিন্ন জেলার নেতৃত্ববৃন্দরা। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি এবং পার্শ্ববর্তী জেলার আলু ব্যবসায়ীরা।
advertisement
advertisement
মূলত কৃষকদের স্বার্থে এই সংগঠন কাজ করবে। পাশাপাশি আলুর দাম নিয়ন্ত্রণ , আলুর কালোবাজারি রোধ সহ একাধিক বিষয়ে সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সংগঠন কাজ করবে। কয়েক দিন পর থেকেই রাজ্যজুড়েই সংগঠনের সদস্য গ্রহণপদ শুরু হবে। এতদিন পর্যন্ত রাজ্যে জুড়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নামে একটি সংগঠন ছিল। এবার আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়।।
advertisement
এই বিষয়ে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী চান সমস্ত শ্রেণীর মানুষ উপকৃত হবেন, তা থেকেই এই সিদ্ধান্ত। সব কিছু ই আলোচনার মাধ্যমে সমাধান হয়। কিন্তু তা না করে ধর্মঘট ডেকে দেওয়া ঠিক নয়।
কৃষিজ বিপনন দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্নার দাবি, সংগঠন মানেই সবার স্বার্থ দেখা। কিন্তু যে সংগঠন ছিল তারা দুই একজনের স্বার্থ দেখতো। এবং সরকারের সিদ্ধান্তকে মানতো না, এবং সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করতো । সেই জন্যেই আলু চাষী, আলু ব্যবসায়ীদের উন্নতি করার জন্য বিকল্প সংগঠনের প্রয়োজন আছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সংগঠন তৈরি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: আলু চাষকে শিল্পে রূপান্তরিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement