TRENDING:

Singur Nurse Death: নার্সিংহোম মালিকের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি! সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 'কর্তা'

Last Updated:

সিঙ্গুরের নার্সিং পড়ুয়া মৃত্যুর ঘটনায় নার্সিং হোম মালিক গ্রেফতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঙ্গুর, হুগলি, রানা কর্মকারঃ সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিঙ্গুর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হলেন নার্সিংহোম মালিক সুবীর ঘোড়া ও রাধাগোবিন্দ ঘটন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃত রাধাগোবিন্দ ঘটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত নার্সিং পড়ুয়া দীপালি জানার।
সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় নার্সিংহোম মালিক গ্রেফতার
সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় নার্সিংহোম মালিক গ্রেফতার
advertisement

রাধাগোবিন্দ ঘটনের বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই নার্সিং পড়ুয়া, প্রাথমিকভাবে পুলিশের এমনটাই অনুমান। শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতার ময়নাতদন্ত করা হবে। ইতিমধ্যেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। পাশাপাশি নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এর ফলে নার্সিং হোমে পুলিশ মোতায়েন করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বাস, লরি, টোটোর পরপর ধাক্কা! নন্দীগ্রামে দুর্ঘটনার ভয়াবহ চিত্র, বরাত জোরে বিপুল প্রাণহানি থেকে রক্ষা

হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে এক প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গতবছর বেঙ্গালুরুতে নার্সিং ট্রেনিংয়ের জেএনএম-এর জন্য পরীক্ষা দিয়েছিলেন তিনি। সার্টিফিকেটের জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিলেন। নন্দীগ্রামের বাসিন্দা দীপালি জানা তিনদিন আগেই নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে পুলিশ উদ্ধার করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Singur Nurse Death: নার্সিংহোম মালিকের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি! সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 'কর্তা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল