বাস, লরি, টোটোর পরপর ধাক্কা! নন্দীগ্রামে দুর্ঘটনার ভয়াবহ চিত্র, বরাত জোরে বিপুল প্রাণহানি থেকে রক্ষা

Last Updated:

চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে বাস ও লরির সংঘর্ষের কোপ পড়েছে যাত্রী বোঝাই টোটোর উপরেও।

চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনা
চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনা
চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা! বাস, লরি, টোটো তিনটি গাড়ির পরপর সংঘর্ষ। দুর্ঘটনার জেরে কারুর প্রাণ যায়নি তাই রক্ষে। কিন্তু আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন যাত্রী। বরাত জোরে তাঁদের প্রাণ বেঁচে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে বাস ও লরির সংঘর্ষের কোপ পড়েছে যাত্রী বোঝাই টোটোর উপরেও।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীপুরের কাছে এড়াশাল হাসপাতালের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি লরি এবং একটি বাস চন্ডীপুরের দিকে যাচ্ছিল। আচমকাই লরির সামনে একটি যাত্রিবাহী টোটো চলে আসে। যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। ভিড় জমে যায় গোটা এলাকায়।
আরও পড়ুনঃ ডেঙ্গি রোধে ‘অল আউট অভিযান’! এই মাছ খেতে পারে ঘন্টায় ২০০টি মশার লার্ভা, বিরাট পদক্ষেপ পাঁশকুড়ায়
বাসটি ওভারটেক করতে গিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা টোটোকে গিয়ে ধাক্কা মারে। রাস্তার দুই দিকে ছিটকে পড়ে বাস এবং লরি। এই ঘটনায় বাস এবং টোটোর যাত্রীরা আহত হন। মোট ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস, লরি, টোটোর পরপর ধাক্কা! নন্দীগ্রামে দুর্ঘটনার ভয়াবহ চিত্র, বরাত জোরে বিপুল প্রাণহানি থেকে রক্ষা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement