জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুধু পুরুলিয়ার নয়, গোটা রাজ্যের অন্যতম প্রসিদ্ধ পর্যটন উৎসব। তাই প্রতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও দর্শনার্থী এখানে ভিড় জমান। পর্যটকদের থাকার জন্য পাহাড়ের পাদদেশে রয়েছে সরকারি কটেজ ও যুব আবাস, যেখানে থাকা ও খাওয়ার সমস্ত রকম সুবিধা রয়েছে।
পাহাড়ের পাদদেশে অবস্থিত সত্যজিৎ রায় মঞ্চে রবিবার অনুষ্ঠিত হল উৎসবের প্রস্তুতি সভা। এবারের ২০তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে মেলা কমিটির সমস্ত সদস্যদের উপস্থিতিতে সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং নতুন মেলা কমিটি গঠন করা হয়।
advertisement
যেখানে সর্বসম্মতিক্রমে মেলা কমিটির চেয়ারপার্সন করা হয় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তীকে এবং মেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনকে এবং পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয় রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরিকে। সভায় এবারের উৎসবকে আরও সফল ও বর্ণময় করে তোলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, “মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবছর মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে সার্বিক পরিকল্পনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নানা ধরনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বিনোদনমূলক আয়োজন রাখা হচ্ছে। পুরো পাঁচ দিনের এই উৎসবকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতেই প্রতিটি পর্বকে যত্ন সহকারে সাজান হচ্ছে।”






