তুষার ধসে মৃত্যুতে প্রীতমের পরিবারে এখন শুধুই শূন্যতা। বাড়ির অন্যতম উপার্জনক্ষম সন্তানের মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার। বাড়ির ছেলেকে কেড়ে নিল তুষার ধস। উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল। পরিবার সূত্রে খবর, প্রীতম মাইতির বয়স মাত্র ৩৮ বছর। ইলেকট্রনিকস গুডসের ব্যবসা রয়েছে তাঁর। সেই সূত্রেই কলকাতার মানিকতলার বাগমারিতে থাকতেন তিনি।
advertisement
আরও পড়ুন: 'এই নামগুলো দেখলেই বুঝবেন ভবিষ্যতে কী হবে', নিয়োগ দুর্নীতিতে বিরাট খোঁজ ইডির! এবার শিকড়ে টান?
এরই মধ্যে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন সিকিমে। বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের ১৭ মাইল এলাকায়। অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল। সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা। কিন্তু আচমকাই তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ।
আরও পড়ুন: অসম থেকে দিঘায় পর্যটক, তারপর থেকেই কাঁদছে পরিবার! যা ঘটল, বিশ্বাসই করতে পারছেন না কেউ
ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর এসে পৌঁছেছে। শোকে ভেঙে পড়েছেন তাঁর বাড়ির লোকজন। তাঁর একটি ছয় বছরের সন্তান রয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ পৌঁছানোর কথা বাড়িতে। অকালে ঝরে গেল একটি প্রাণ। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
------পঙ্কজ দাশরথী