Digha: অসম থেকে দিঘায় পর্যটক, তারপর থেকেই কাঁদছে পরিবার! যা ঘটল, বিশ্বাসই করতে পারছেন না কেউ
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Digha: মুখ্যমন্ত্রী থাকার কারণে সৈকত নগরী উপকূলবর্তী এলাকায় নাকা চেকিং রয়েছে। তারপরেও হোটেল থেকে ভিন রাজ্যের পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে।
দিঘা: হোটেল থেকে ভিন রাজ্যের বাসিন্দা এক ব্যক্তির নিখোঁজের ঘটনায় দিঘা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দিঘা বেড়াতে আসা অসমের বাসিন্দা এক ব্যক্তি হোটেল থেকে রহস্যজনকভাবেই নিখোঁজ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ব্যক্তির মেয়ে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
মুখ্যমন্ত্রী থাকার কারণে সৈকত নগরী উপকূলবর্তী এলাকায় নাকা চেকিং রয়েছে। তারপরেও হোটেল থেকে ভিন রাজ্যের পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে।
advertisement
জানা গিয়েছে, গত ৩ এপ্রিল কলকাতা থেকে বাসে করে অসমের গৌরীপুর থেকে দিঘার বেড়াতে আসেন ওই ব্যক্তি। এরপর তাঁরা নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরের দিন সকালে উঠে বাকিরা দেখেন, ওই বৃদ্ধ রহস্যজনকভাবে নিখোঁজ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম ঘনকান্ত দাস ( ৬৮)। তাঁর বাড়ি আসাম রাজ্যের গৌরীপুর এলাকায়। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে হোটেল থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 8:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: অসম থেকে দিঘায় পর্যটক, তারপর থেকেই কাঁদছে পরিবার! যা ঘটল, বিশ্বাসই করতে পারছেন না কেউ