উল্লেখ্য, জমুরিয়ার কেন্দা ফাঁড়ি এলাকার ডাহুকা গ্রামের বাসিন্দা শুভদীপ রানা। তিনি স্থানীয় এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে সিকিম গিয়েছে। চলতি মাসের ১ তারিখ তারা রওনা দিয়েছেন। সেখানে পৌঁছে যাওয়ার পর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন।
আরও পড়ুন: ‘খাটে অফিসাররা ঘুমাচ্ছিল’, সিবিআই নিয়ে বিস্ফোরক অভিষেক! ফিরহাদকে নিয়ে বড় মন্তব্য
advertisement
কোথায় ঘুরতে গিয়েছেন তার, ভিডিও করে বাড়িতেও পাঠিয়েছেন। কিন্তু গত বুধবার থেকে আর যোগাযোগ হয়নি তাদের সঙ্গে। যে কারণে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। প্রকৃতির রোষে সিকিম কার্যত পর্যুদস্ত হয়ে পড়েছে। ভেসে গিয়েছে পথ ঘাট। প্রাণ গিয়েছে সেনা কর্মীদের। চরম অসুবিধায় করেছেন বহু পর্যটক। যার ফলে বাড়িতে চিন্তা বেড়ে গিয়েছে বহুগুণ।
আরও পড়ুন: সিবিআই বাড়ি ছাড়তেই কোথায় গেলেন মদন মিত্র! শুনলে চমকে যাবেন, ‘MM’ মানেই চমক
প্রসঙ্গত, দুর্গাপুরের এক জুনিয়র চিকিৎসক বন্ধুদের সঙ্গে সিকিম গিয়েছেন। আট সদস্যের ওই বন্ধু দলের সঙ্গেও যোগাযোগ করে ওঠা যায়নি। চিকিৎসকের পরিবার, ছেলের ফোনের অপেক্ষায় বসে রয়েছেন। তারপর ফের আসানসোল থেকে ১০ জনের একটি বন্ধু দলের খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঘুরতে গিয়েছেন সিকিমে। পরিবারের সদস্যরা প্রার্থনা করছেন তারা যেন ভিন রাজ্যে গিয়ে সুস্থ থাকেন। সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসেন।
—- Nayan Ghosh