Madan Mitra: সিবিআই বাড়ি ছাড়তেই কোথায় গেলেন মদন মিত্র! শুনলে চমকে যাবেন, 'MM' মানেই চমক

Last Updated:

Madan Mitra: পুজোর ফ্যাশন নিয়ে স্টাইল ট্রেন্ডসেটার এবার মদন মিত্র। এদিন বাড়ি থেকে বেরিয়েই মদন বলেন, ” সিবিআই এসেছেন আমার বাড়িতে। মা আসছেন। যা কথা বলেছেন, জানতে চেয়েছেন, বলেছি।''

কলকাতা: সকাল পৌনে ১০টা নাগাদ মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে গিয়েছিল সিবিআইয়ের ৪ সদস্যের একটি দল৷ প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ অবশেষে বেলা ৩টে নাগাদ সেখান থেকে বের হন তাঁরা৷ তবে শুধু ভবানীপুর নয়, এদিন মদন মিত্রের দক্ষিণেশ্বরের অফিস কাম ফ্ল্যাটেও পৌঁছয় ৬-৭ সদস্যের একটি সিবিআই টিম৷ তল্লাশি চলে সেখানেও৷ এরপর বিকেল চারটে নাগাদ ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই হানা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কামারহাটির বিধায়ক। মদনোচিত ভঙ্গিতেই বলে ওঠেন, ‘পাঠান পাঠান পাঠান, টাইগার আভি জিন্দা হ্যাঁ।’ আর এরপরই তিনি চলে যান রাজভবনের বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে।
এদিন বাড়ি থেকে বেরিয়েই মদন বলেন, ” সিবিআই এসেছেন আমার বাড়িতে। মা আসছেন। যা কথা বলেছেন, জানতে চেয়েছেন, বলেছি। যখন চাকরি হয়েছে এই সব পুরসভায়, তখন আমি জেল কাস্টডিতে ছিলাম। কীভাবে এত পাওয়ার থাকতে পারে একটা বিধায়কের। দক্ষিণেশ্বরে আমার বাড়ি না অফিস, সেখানে একজন রক্ষী থাকে। চাকরিপ্রার্থীরা সেখানে আসলে ডান্ডা মেরে তাড়াতে পারি না। সেখানে চাকরির জন্য এসেছিল হয়ত। তবে চাকরি পেয়েছে কিনা সেটা জানা জরুরি।” আর ধর্না মঞ্চে পৌঁছে মদন বলেন, ”দেখলাম রাজভবনের সব আলো নিভে যাচ্ছে, শ্রাদ্ধবাড়ি নাকি? যে হাত দিয়ে ইডি আর সিবিআই পাঠাচ্ছে, ও হাত মুঝে দে দে ঠাকুর। হৃদয়ে জনতা, আর নয়নে মমতা। ইডি এসে বললো উনি আছেন, থাকলে দেখা করব? যদি অভিষেক না বসে থাকতো তাহলে অপেক্ষা করত না, দরজা ভেঙে চুলের মুঠি ধরে নিয়ে যেত। কিন্তু ওরাও জানে, একজন বসে আছে, তার নাম অভিষেক।”
advertisement
advertisement
কী পেল আপনার বাড়িতে সিবিআই? প্রশ্নের উত্তরে মদনের জবাব, ”সিবিআই লিখে দিয়েছে কোনও কিছুই সিজ হয়নি। পূর্ণ সহযোগিতা করেছি। শীল (অয়ন) আর ঝিল দেখে যদি আসে আমার কিছু করার নেই। মদন মিত্র বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়ের চাকরির জন্য আজীবন লড়াই করব। তবে দুর্নীতি যদি প্রমাণিত হয়, নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব।” মদন এও বলেন, ”সিবিআই জিজ্ঞেস করেছিল কটা বউ?”
advertisement
মদনের সংযোজন, ”সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে । মোদি যা রাহা হ্যাঁ, ইন্ডিয়া আ রাহা হ্যাঁ। যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।” এদিন সিবিআই তল্লাশি শেষে মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্যও বলেন, ‘‘তদন্তে সহযোগিতা করেছেন মদন মিত্র। তাঁর বাড়ি থেকে কোনও নথিও পাওয়া যায়নি। কিছু সিজ করা হয়নি।’’
advertisement
কিন্তু, হঠাৎ মদন মিত্রের বাড়িতে কেন গেল সিবিআই৷ তা নিয়েই সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে জল্পনা৷ সিবিআই সূত্রের খবর, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত অয়ন শীলের ডায়েরিতে সাংকেতিক চিহ্নে লেখা ছিল কয়েকজন প্রভাবশালীর নাম। আর তাঁর মধ্যেই একটি ছিল ‘এমএম’। এই ‘এমএম’ আসলে কে? সেটাই জানার চেষ্টা করছে সিবিআই। আর তাই মদন মিত্রের বাড়িতে রবিবার এই তল্লাশি। সূত্রের খবর, মদন মিত্র অয়ন শীলকে চিনতেন কি না, চিনলেও, তাঁদের মধ্যে কতটা পরিচিতি ছিল, সেটাই তদন্তের মাধ্যমে আন্দাজ করতে চেয়েছিলেন গোয়ন্দারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: সিবিআই বাড়ি ছাড়তেই কোথায় গেলেন মদন মিত্র! শুনলে চমকে যাবেন, 'MM' মানেই চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement