TRENDING:

Nadia News: তোলা না দেওয়ার জের! ভরদুপুরে কৃষ্ণনগরের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ

Last Updated:

Crime news: অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়, একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ী বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়, একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি। জানা গিয়েছে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করে।
বন্দুক উঁচিয়ে দুষ্কৃতি ব্যবসায়ীকে লক্ষ্য করে
বন্দুক উঁচিয়ে দুষ্কৃতি ব্যবসায়ীকে লক্ষ্য করে
advertisement

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

সূত্র মারফত জানা যায় আজ সকালে গোয়ারী বাজারে আরতে মাছ কিনতে যায়। তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তার পায়ে লাগে। তাঁর দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি এরপর তাকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনার পর ওই অভিযুক্তরা পলাতক। তার খোঁজে সন্ধ্যান চালাচ্ছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: তোলা না দেওয়ার জের! ভরদুপুরে কৃষ্ণনগরের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল