পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগড়া থানার নাকসা মোরের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দু’জন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের ধাওয়া করে আসে। নাকসা মোর ছাড়িয়ে যেতে কাছ থেকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদূলের থাইয়ে গুলি লাগে। বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: হাসপাতালের চিকিৎসা বর্জ্য নিয়েও সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! মামলা এবার হাইকোর্টে
ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, কারা, কী উদ্দেশ্যে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে মাটির কারবার করে। তৃণমূলের মিটিং-মিছিলে যায়। তবে বেশ কয়েক বছর ছেলে-বৌমা নাতনিকে নিয়ে আলাদা সংসারে থাকে নীচের ঘরে। মা উপরতলায় থাকেন। এদিন সকালে তিনি জানতে পারেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা।
রাহী হালদার