এই শিব মূর্তির উদ্বোধন করেন শ্রী শ্রী বিনোদবিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই বিশালাকৃতির শিবমূর্তি দর্শন করতে দেশের দূরান্ত থেকে অগণিত দর্শনার্থীরা ছুটে আসছেন নবদ্বীপ ধামে।
আরও পড়ুন: আলু নয়, এই নিয়মে খান আলুর খোসা! ক্যানসার, ডায়াবেটিসের মতো জটিল রোগের যম!
advertisement
এ প্রসঙ্গে তিনকরি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী জানান, তিনকরি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হল এছাড়াও পরবর্তীকালে ওখানেই আরো একটি রাধামাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন এখানে পুজো পাট ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সহ অভিষেক অনুষ্ঠিত হয় বলে জন্য যাচ্ছে।
Mainak Debnath