Potato Peel Benefits: আলু নয়, এই নিয়মে খান আলুর খোসা! ক্যানসার, ডায়াবেটিসের মতো জটিল রোগের যম!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Potato Peel Benefits: আলু খাওয়া অনেকের জন্য ভাল নয়! কিন্তু আলুর খোসা না ফেলে এই পদ্ধতিতে খান! বহু জটিল রোগ পালাবে! জানুন চিকিৎসকের মত
মাছের ঝোল হোক অথবা মাংসের ঝোল কিংবা যে কোনও তরকারি আলু ছাড়া যেন ঠিক জমে না। তবে আলু তো খাচ্ছেন কিন্তু আলুর খোসা ফেলে দিচ্ছেন। ভাবছেন আলুর খোসাও কী আবার খাওয়া যায় ঠিক নাকি! তবে আপনি কী জানেন এই আলুর খোসার মধ্যে কত ধরনের উপকার লুকিয়ে রয়েছে? এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন ডক্টর সুব্রত সেনগুপ্ত।
advertisement
বিশেষজ্ঞরা জানাচ্ছেন আলুর খোসার মধ্যে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি-এর মতো পুষ্টি উপাদান।ফলে এই আলুর খোসা বিভিন্ন উপায়ে খেলে শরীরে পুষ্টিগুণ বজায় থাকবে। এই আলুর খোসা আপনি হালকা তেলে কাঁচা লঙ্কা দিয়ে ভিজে খেতে পারেন। এছাড়াও এই আলুর খোসা দিয়ে পোস্ত বানিয়ে সুস্বাদু পদ বানিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement









