এই গাজন উৎসবে বহুরূপীদের বেশি চোখে পড়ে। বিভিন্ন দেব-দেবী বিশেষ করে শিব সেজে মানুষের দুয়ারে দুয়ারে বা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং মানুষ রূপে শিব। মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। এই গাজন উৎসবে শিব বেশে ১৭ বছরের সৌভিক কখনও হাওড়া কখনও কলকাতা কখনও আবার হুগলির বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। চড়া রোদ মাথায় নিয়ে খালি পায়ে কালো পিচের রাস্তায় হাঁটছে। ভগবান শিবের পায়ে জুতো এটা বেমানান ভক্তদের কাছে। তাই শিব সাজে খালি পায়ে হাঁটার তাপ সহ্য করতেই হয়।
advertisement
বহুরূপীর বেশে গত প্রায় এক মাস বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কিশোর। রাস্তায় বহুরূপীদের ঘুরতে দেখে ইচ্ছার বসে বহুরূপে সেজে বেরিয়ে পড়া। এই প্রখর রোদ মাথায় নিয়ে সপ্তাহে তিন দিন শিব সেজে রাস্তায় নামা। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে নিজে হাতেই মুখে রং লাগানো কপালের ত্রিনয়ন আঁকা তারপর মাথায় জটা চাপিয়ে সঙ্গে পোশাক হাতে নিয়ে বেরিয়ে পড়া। প্রতিদিন কয়েকশো মানুষের কাছে হাত পাতা। কোনওদিন ৩০০ আবার কোনওদিন তার থেকে একটু বেশি পেয়ে থাকে।
বহুরূপী সৌভিক জানায়, গত প্রায় এক মাস এই বহুরূপীর সেজে রাস্তায় নামা। মানুষের কাছে পৌঁছানো অনেকেই ফিরিয়ে দিচ্ছে। আবার অনেকেই ২ টাকা বা ৫ টাকা দিয়ে দু-হাত জোর করছে ভগবান শিবকে স্মরণ করছে।
রাকেশ মাইতি