পয়লা অগাস্ট থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে শিল্পের সমাধান ক্যাম্প। চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলাতেও বিভিন্ন ব্লকে ব্লকে শিল্পের সমাধান ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। স্বনির্ভর হতে সেখানে যুবক যুবতীদের সংখ্যা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- দুয়ারে পুর-পরিষেবা! নাগরিকদের জন্য নয়া অ্যাপ চালু পুরসভার! জানেন কোথায়?
advertisement
এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্ত ছোট উদ্যোগপতিদের সুবিধার্থে তুলে দেওয়া হবে নানা সুযোগ-সুবিধা। একইসঙ্গে যাতে বেকার যুবক যুবতীরা ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হতে পারেন, সেই দিশা দেখাতে সাহায্য করবে শিল্পের সমাধান।
অর্থনৈতিক দিক থেকে পাওয়া যাবে পরামর্শ। সেখানে থাকবেন ব্যাংকের আধিকারিকরাও। ব্যবসা করতে প্রয়োজনীয় অর্থের জন্য সুযোগ পাওয়া যাবে শিল্পের সমাধান ক্যাম্প থেকে। এই ক্যাম্পে আবেদন করা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য।
উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রি করার সুযোগ রয়েছে এখানে। তার জন্য পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন আবেদনকারীরা।
জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি।
ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হবে এই শিল্পের সমাধানে ক্যাম্পে। এই কর্মসূচিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯ হাজার ৬০০টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে।
আরও পড়ুন- রোগী এসে ডাক্তার দেখানোর পরই হচ্ছে ‘উধাও’! সরকারি হাসপাতালে মারাত্মক অপরাধ
তাছাড়াও, শিবিরগুলিতে কারিগর ও তাঁতিদের তালিকাভুক্ত করে ভবিষ্যৎ পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। অনলাইনে উদ্যম পোর্টালে ইচ্ছুকদের নাম নথিভুক্তকরণ করা হবে।
অন্যদিকে, এই শিবিরগুলিতে হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন সহ বিক্রয়ের ব্যবস্থা করা হবে। এই কর্মসূচিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯ হাজার ৬০০টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে।
Nayan Ghosh