TRENDING:

Shikara Point: দীর্ঘদিন ধরে বন্ধ পুরুলিয়ার শিকারা পয়েন্ট, কেন জানেন?

Last Updated:

Shikara Point: কাশ্মীরের ডাল লেক থেকে বিশেষভাবে প্রস্তুত নৌকা নিয়ে এসে এই শিকারা পয়েন্ট চালু করা হয়েছিল। শুধু পর্যটক নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই প্রায় দিন সাহেব বাঁধে শিকারা বিহার করতে আসেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পর্যটন কেন্দ্র হিসেবে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া। ছোট-বড় মিলিয়ে এখানে বহু পর্যটন কেন্দ্র রয়েছে। সারা বছরই কমবেশি পর্যটকরা আসেন এই জেলায়। ঋতু পরিবর্তনের সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। আর তার সঙ্গেই চলে পর্যটকদের আনাগোনা। পুরুলিয়া আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হল শিকারা পয়েন্ট। বহু পর্যটক এই শিকারা পয়েন্টে নৌকা বিহার করতে আসেন।
advertisement

কাশ্মীরের ডাল লেক থেকে বিশেষভাবে প্রস্তুত নৌকা নিয়ে এসে এই শিকারা পয়েন্ট চালু করা হয়েছিল। শুধু পর্যটক নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই প্রায় দিন সাহেব বাঁধে শিকারা বিহার করতে আসেন। কিন্তু বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে এই শিকারা পয়েন্ট। ‌ যার ফলে বন্ধ রয়েছে সাহেব বাঁধের উপর শিকারা বিহার। এমনকি এই বছর দোলের সময়েও পর্যটকেরা শিকারা বিহারের আনন্দ উপভোগ করতে পারেননি।

advertisement

আর‌ও পড়ুন: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!

এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, যে এজেন্সির সঙ্গে শিকারা পয়েন্টের এগ্রিমেন্ট ছিল তা শেষ হয়ে গিয়েছে। আর সেই কারণেই বন্ধ রয়েছে এই শিকারা পয়েন্ট। আবার নতুন করে শিকারা পয়েন্টের জন্য টেন্ডার দেওয়া হবে। আশা করা হচ্ছে পুজোর মরশুম থেকে পর্যটকরা আবার শিকারা বিহারের আমেজ উপভোগ করতে পারবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shikara Point: দীর্ঘদিন ধরে বন্ধ পুরুলিয়ার শিকারা পয়েন্ট, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল