কাশ্মীরের ডাল লেক থেকে বিশেষভাবে প্রস্তুত নৌকা নিয়ে এসে এই শিকারা পয়েন্ট চালু করা হয়েছিল। শুধু পর্যটক নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই প্রায় দিন সাহেব বাঁধে শিকারা বিহার করতে আসেন। কিন্তু বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে এই শিকারা পয়েন্ট। যার ফলে বন্ধ রয়েছে সাহেব বাঁধের উপর শিকারা বিহার। এমনকি এই বছর দোলের সময়েও পর্যটকেরা শিকারা বিহারের আনন্দ উপভোগ করতে পারেননি।
advertisement
আরও পড়ুন: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!
এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, যে এজেন্সির সঙ্গে শিকারা পয়েন্টের এগ্রিমেন্ট ছিল তা শেষ হয়ে গিয়েছে। আর সেই কারণেই বন্ধ রয়েছে এই শিকারা পয়েন্ট। আবার নতুন করে শিকারা পয়েন্টের জন্য টেন্ডার দেওয়া হবে। আশা করা হচ্ছে পুজোর মরশুম থেকে পর্যটকরা আবার শিকারা বিহারের আমেজ উপভোগ করতে পারবেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি





