মৃত ওই বৃদ্ধার নাম দুলালী দে। বয়স ৭৫ বছর। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন মাঠে গিয়েছিলেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও জমির আল বরাবর হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ওই আলের উপর একটি বিষধর সাপ ছিল। তিনি বুঝতে পারেননি সেটির উপর পা দিয়ে দেন, তৎক্ষণাৎ সাপটি বৃদ্ধার পায়ে ছোবল মারে। চিৎকার করে জ্ঞান হারিয়ে জমিতে পড়ে যান তিনি। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা।
advertisement
তারাই বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এর পর তড়িঘড়ি বাঁকুড়ার রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবার। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার সময় থেকেই বমি করতে শুরু করেন ওই বৃদ্ধা। যাওয়ার সময় রাস্তাতেও হয় বমি। রাইপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর দেখে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসা চলছিল এবং ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন বৃদ্ধা। হঠাৎ করেই বুধবার ভোর চারটে থেকে গুরুতর অসুস্থ বোধ করে বৃদ্ধা এবং তার পরেই মৃত্যু হয় তার। ঘটনায় গভীর শোকের ছায়া গ্রাম জুড়ে। বৃদ্ধার ছেলে স্বপন দে জানান ‘আমরা যখন জানতে পারি তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। অবস্থা গুরুতর হওয়ায় ঝাড়গ্রামে রেফার করে মাকে। মা চিকিৎসায় সুস্থ হচ্ছিল হঠাৎ করেই সকালে সব শেষ হয়ে গেল।’
আরও পড়ুন- পুজোর উপহারে জামাকাপড় নয়, এবার আস্ত বাড়ি! পেলেন ‘এই’ জেলার ১৩৩৮ পরিবার, জানুন কারা
কাঁটাপাল গ্রামের বাসিন্দা তাপস মন্ডল বলেন, ‘বর্ষার সময় প্রত্যেক বছর এই মাঠে ঘাটে সাপের উপদ্রব দেখা যায়, ওই মহিলা মাঠে গিয়েছিলেন তারপরই একটি বিষাক্ত সাপ ওনার পায়ে কামড় দেয়।’
ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি অনুরূপ পাখিরা জানিয়েছেন ‘ওই বৃদ্ধাকে মহালয়ার দিন এখানে ভর্তি হন। ভোর বেলায় মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর দেহের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট এলেই সম্পূর্ণ বিষয়টি জানা যাবে।’